"সুখ কি"
সবাই কি আর মূল্য বুঝে!
কেউ কেউ তো সুখ খুঁজে।
কিন্তু এই সুখ কি?
সুখের সংজ্ঞা কি?
বলতে কি কেউ পারো?
এ আমার এক অজানা প্রশ্ন।
জানা আছে কি কারো?
আমার নেইতো জানা,
তাই সুখের সন্ধান মানা,
না চিনে কেমনে তারে
করবো পাওয়ার বাহানা!
তাই সুখ চিনবো করে,
জাগতিক এই মহাবিশ্ব ঘুরে,
আমি জিগাই যারে তারে,
সুখ কারে কয় ভাই?
ভিন্ন জনের ভিন্ন উত্তর,
আমি কূল-কিনারা না পাই।
কেউ বলে সুখ- ভালোবাসা;
কেউ বলে টাকা,
সুখ নামে নাইতো কিছু বলা;
এমন লোকেরো পাই দেখা।
আমার জগৎ ঘুরা হলো বৃথা;
পেলাম না- কি সুখের মানে,
যে করেছে সৃষ্টি এই নাম,
হয়তো সেই ভালো জানে।
✍️ লতিফুর রহমান পলাশ