এই ব্লগটি সন্ধান করুন

শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২

সরল পথের আহবান




"সরল পথের আহবান"


ফুলের সৌরভ, মানুষের গৌরব থাকবেনা চিরকাল, 

সময়ের সাথে সব গিলে নিবে মহাকাল।


আজকে যায় ভালো, আগামী দিন হয়তো কালো,

বিলিয়ে দাও তাই মানুষের মাঝে জীবনের সব আলো।


সুখ দুঃখ, হাসি কান্না কিছুই স্থায়ী নয়,

কর্ম গুণে মানুষের অন্তরে জীবিত থাকতে হয়।


ভালো কর্ম সাথে নিয়ে চলতে হয় পথ,

খারাপ কর্মে অল্প সময়েই থেমে যায় জীবন রথ।


সব বুঝে তবুও মানুষ সাজে কতো বাহার,

হরেক রকম খাবারে তাদের মিটেনা মনের আহার।


একটার পর একটার পিছে ছুটে অবিরাম,

লোক মাঝে বিলিয়ে বেড়ায় দুনিয়াবি নাম।


নাম যখন ছড়িয়ে পরে তখন বাড়ে অহংকার, 

পরকালের ধার ধারেনা কে পায় তার সাথে আর।


একটা সময় চির বিদায় তারও নিতে হয়,

সময়ের ব্যবধানে তার নাম আর না রয়।


তাইতো সোনা, মন ময়না ভেবে চিন্তে চলো,

সহজ সরল পথে চলতে মনকে সদা বলো।


সহজ সরল পথে চলে মানুষকে ভালোবাসো,

অন্ধকার পথ ছেড়ে আলোর পথে আসো।


মানুষও তোমায় বাসবে ভালো, মনেও রাখবে চিরকাল।

বেঁচে থাকবে তোমার নাম, যতদিন রবে মহাকাল।


🖋️ লতিফুর রহমান পলাশ


বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২

জড় মানব

 


"জড় মানব"


আজকাল বড্ড বেরসিক হয়ে গেছি।

মনের শিকড় গুলোতে কোন রস নেই।

কোথায় যেন হারিয়ে ফেলেছি সকল রসের উৎস গুলো।


জানো প্রিয়া,

এখন আর আগের মতো কষ্ট হয়না,

মনেও পড়েনা তোমাকে আগের মতো।

হ্যা, বলবোনা ভুলে গেছি।

মাঝে মধ্যেই হুট করে স্মৃতি গুলো এসে নিষ্পেষিত করে যায় হৃদয়ের আঙিনা।

তখন খুব কষ্ট হয়, খুব।

দুচোখে কোণে চলে আসে শিশিরের মতো জলবিন্দু।

নিশ্বাসের গতি কমে যায়, এই বুঝি প্রাণ যায় যায়।

তবুও প্রাণটা থেকেই যায় নতুন করে আবার কষ্ট দেয়ার জন্য।


জানো প্রিয়া,

জীবন তরীটা তোমার জন্য থেমে নেই।

চলছে তার আপন গতিপথে,

এভাবে চলতেই থাকবে মৃত্যুর আগ পর্যন্ত। 

কিন্তু তরী ভর্তি যে স্বপ্ন গুলো ছিলো সেগুলো ডুবে গেছে কালের গহীনে।

এখন আর কোন স্বপ্নও নেই এ জীবনে।


একটা সময় ছিলো যখন খুব অপেক্ষায় থাকতাম,

কখন দেখবো তোমায়, শুনবো তোমার কুকিল কণ্ঠী "প্রিয়" বলে ডাক,

অস্থিরতা থাকতো শরীর জুড়ে।

কিন্তু এখন আর অপেক্ষায় থাকিনা।

শরীরেও বিরাজ করেনা কোন অস্থিরতা।

অনেকটাই রক্তমাংসের জড় পদার্থ হয়ে গেছি।

সব কিছুই তোমার অবদান।


🖋️ লতিফুর রহমান পলাশ


মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২

প্রেম সুধা




 "প্রেম সুধা"


হে দয়াময় খোদা,

তুমি কেন দিলে প্রেম সুধা, 

যদি নাই দিলে প্রেমের মর্ম বোঝার মন,

বিবেক বাধিয়া রাখিবা তুমি আর কতকাল ক্ষন?


একতরফা মন জ্বলে,

কলিজা পুড়ে ছারখার, 

এই ভাবে আর কত রজনী করবে অধম পার,

একটা হৃদয় কেন খোদা তুমি জ্বালাও বারে বার?


মনের মিলন নাই যদি হয়,

যদি ভাগ্য রেখায় বিষাদ লেখা রয়,

তবে কেন ক্ষণিকের মায়া মোহ, 

কেন কর খোদা তুমি অধমের জীবন দূর্বিষহ? 


এই জগতে সুখের তরে,

কত মানুষ হৃদয় তোড়ে,

আর অধমেরা ধুকে মরে,

খোদা তুমিই বলো কেমনে তারা পারে?


হায়রে প্রেমের দুনিয়াদারী, 

কারো ভালো কারো আহারি,

বৈষম্যের কালো বাতাস গায়ে বয়,

মন ভেঙে কেমনে খোদা তারা সুখে রয়?


সুখে তারা থাকুক সদা,

এই কামনা মোদের খোদা,

ইহকালের সুখ কামনা করি তাদের তরে,

মন ভাঙার এই হিসাব মোরা পাই যেন পরপারে।


🖋️ লতিফুর রহমান পলাশ

একা

 



"একা"


বসে আছি একা,

যদি পাই সুখের দেখা।

মৃদু বাতায়নে দীর্ঘশ্বাস,

চারিদিকে নেই কোন বিশ্বাস।

ঝিঝি পোকার বিশ্রী ডাক,

পালাবার নেই কোন ফাক।

সয়ে যেতে হবে নিরবধি,

পুরোটা বেচেঁ থাকায় মৃত্যু অবধি।

সুখ যে এক মরীচিকার নাম,

তাই হয়তো আসেনা সুখের নীল খাম।

অস্তিত্ব ঢাকা পড়ে কুয়াশার চাদরে,

হারিয়েছে সব যা ছিলো আদুরে।

না বলা কথা হবেনা আর বলা,

ধুলাবালি গায়ে নিয়ে একা পথ চলা।


🖋️ লতিফুর রহমান পলাশ


শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২

বোঝনা




 "বোঝনা তুমি"


আচ্ছা,

তুমি কি মন পোড়ানোর ব্যথা বোঝ?

বর্ষা বয়ে যাওয়া দুচোখোর আকুতি বোঝ? 

বোঝ কি ব্যাকুল হৃদয়ের আর্তনাদ?


হয়তো বোঝনা!

বোঝবেই বা কি করে!


তোমার তো পুড়েনি মন,

বয়ে যায়নি বর্ষা ঐ আগুন চেখো,

হয়নি কখনো ব্যাকুল ঐ পাষন্ড হৃদয়।


আচ্ছা,

তুমি কি স্বপ্ন ভঙ্গের কষ্ট বোঝ?

স্বজন হারানোর কষ্ট বোঝ?

বোঝ কি বেঁচে থেকেও মৃত্যুর স্বাদ?


হয়তো বোঝনা!

বোঝবেই বা কি করে!


তোমার তো স্বপ্ন ভাঙেনি,

হারায়নি কোন আপনজন,

বেঁচে আছো নিয়ে সুন্দর জীবন।


আচ্ছা,

তুমি কি বেঁচে থাকার মানে বোঝ?

মায়া আর ভালোবাসার মানে বোঝ?

বোঝ কি বিবেক কারে কয়?


হয়তো বোঝোনা!

বোঝবেই বা কি করে!


তোমার কাছে তো বাঁচা মানেই উল্লাস,

মায়া আর ভালোবাসা উপহাস,

বিবেক হলো মৃত এক অধ্যায়।


🖋️ লতিফুর রহমান পলাশ

বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২

জীবনের গতিবেগ




"জীবনের গতিবেগ"


জীবন চলতেই থাকে,

হয়তোবা খারাপ ভাবে নয়তোবা ভালো ভাবে।

জীবন কখনো থেমে থাকেনা, থাকবেও না।

এ জীবন যেন এক বহমান নদী।

মৃত্যুই একমাত্র পথ জীবনকে থমকে দেয়ার।

এছাড়া জীবনের চলমান গতি থামানোর সাধ্য কারো নেই।


জীবনে চলার পথে শুধু মাত্র দিকের পরিবর্তন হয়।

আর নদীর মতো কখনো কখনো ধাক্কা খায় একূল ওকূলে।

জোয়ার ভাটার মতে জীবনেরও ভালো মন্দ আসে।

কখনো সুখের আবেশ আবার কখনো দুঃখের রেশ।

তবুও জীবন থেমে থাকেনা।

ছুটতেই থাকে তার লক্ষ মৃত্যুর দিকে,

যতক্ষণ না তার দেখা পায়।


এই এতটুকু জীবনে মানুষের চাওয়া পাওয়ার কোন শেষ নেই।

কেউ চায় জীবনে প্রতিষ্ঠিত হতে, আবার কেউ খুজে ভালোবাসা।

সবাই কিছুনা কিছু চায়ই।

জীবনের চাহিদা গুলো ভিন্ন হলেও চাহিদা কিন্তু থাকবেই।

এটাই হয়তো প্রকৃতির নিয়ম।

আর এই নিয়মের বহির্ভূত নয় কেউই।

প্রত্যেক টা জীবনেরই পারি দিতে হয় এই নিয়মগুলো মধ্য দিয়ে।


জীবন এভাবে চলতেই থাকে মৃত্যুর দিকে।


🖋️ লতিফুর রহমান পলাশ

বোকা মন

 



"বোকা মন"


ওরে মন, বোকা মন,

তুই খুঁজে ফিরিস কারে! 

হারিয়ে গেছে দূর অজানায়,

খুঁজিস না আর তারে।


ও তারে খুঁজতে গেলে পাগল হবি,

হারাবি তোর নিজের ছবি, 

তাইতো ও মন তোরে বলি, 

হসনে রে তুই পূজোর বলি,

সহজসরল পথে চলি,

হসনে পেরেশান।


কপালেতে থাকলে লেখা, 

হয়তো পাবি তাহার দেখা, 

আর যদি না লেখা থাকে, 

খুজঁলে হাজার পথের বাকে,

পোহাবে তোর দিন রজনী, 

মিলবে না সে প্রাণ স্বজনী,

মিছেমিছি ছটফটানির

হবেনা অবসান। 


ও মন তাইতো বলি তোরে,

আয় না সরে দূরে,

আর কতকাল থাকবি রে তুই,

এই ধরায় ভবঘুরে। 

ও মন খুঁজিস না আর তারে,

বোকা মন খুঁজিস না আর তারে,

হৃদয় দিয়ে ভালোবেসেও হারিয়েছিস যারে।


🖋️ লতিফুর রহমান পলাশ

মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২

আমার অন্ধকার



 "আমার অন্ধকার"


আমার অন্ধকার গুলো শুধুই আমার।

মিছেমিছিই ভাগীদার করতে যাই অন্য কাউকে!

অন্ধকারের প্রতিটা কালো যে আমার বড়ই আপন।

আমার প্রতি কালো গুলোর প্রচণ্ড প্রচণ্ড মায়া।

এই মায়া কাটাতেই পারিনা দুজনে দুজনের থেকে।

একে অন্যের সাথে মিশে গেছি শিরায় শিরায়।

কাউকে ভাগীদার করলেই কি আর হলো।

সবাই কি আর এই কালোর ভার বইতে পারে!

এর ভার বইতে গেলে যে সে তলিয়ে যাবে কালের গহীনে।

এটাই তো ভয়, আর এই ভয়েই সবাই পিছুপা হয়।

কেউ যদি এগিয়েও আসে, সেটা সামান্য সময়ের জন্য।

যখন অন্ধকারের কালো গুলো আমার মতন করে

তাকেও ভালোবাসতে শুরু করে,

ঠিক তখনি সে ডুবে যেতে থাকে অতলে।

কার এত ঠেকা, যে আমার জন্য ডুবে যাবে কালের অতলে!

কারও নয়, তাই সেও আবার ফিরিয়ে দেয় আমার অন্ধকার গুলো আমাকে।

পুনরায় আবার আমার অন্ধকার গুলো নিয়ে চলতে হয়।

তাই মিছেমিছি কাউকে ক্ষণিকের ভাগীদার করতে চাইনা।

আমার অন্ধকার আমারি থাক।

আলো নিয়ে সকল প্রিয়ো মানুষ গুলো ভালো থাক।


🖋️ লতিফুর রহমান পলাশ

সোমবার, ১০ জানুয়ারী, ২০২২

পরিত্যক্ত চিলেকোঠা




পরিত্যক্ত চিলেকোঠা---


অনেকদিন যাবৎ পরিত্যক্ত হয়ে রয়েছে চিলেকোঠাটি।

অনেক স্বপ্ন আর ভালোবাসা দিয়ে গড়েছিলাম চিলেকোঠার প্রতিটা স্তম্ভ।

মায়ার ছাউনি দিয়ে ঢাকা ছিলো এর পুরু আঙিনা।

পরতে পরতে ছিলো হৃদয়ের গভীর থেকে নিঙড়ানো প্রেম।

সবমিলিয়ে চারিদিক ভরপুর ছিলো সুখের আবেশে।

আহা,

স্বর্গ যেন নেমে এসেছে আকাশ ফোড় করে।


এতটুকু হলেই সব ভালো ছিলো।

কিন্তু অভাগার কপালে কি আর এত সুখ সয়!

না সয়না।

কালবৈশাখী আসবেই তছনছ করে দিতে।

তাই হলো অবশেষে,

দুমড়ে মুচড়ে তছনছ করে দিলো সাধের চিলেকোঠা।

সকল আবেগের হলো অকালমৃত্যু।

স্বপ্ন গুলো স্বপ্নই রয়ে গেলো।

প্রেমগুলো হারিয়ে গেলো কালের গহীনে।

মায়াগুলো পরিনত হলো বিষাদে।

আর চিলেকোঠাটা রয়ে গেলো পরিত্যক্ত গভীর শূন্যতা নিয়ে।

আমার চিলেকোঠা। 



🖋️ লতিফুর রহমান পলাশ

বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২

কুয়াশা

 



কুয়াশা---


কুয়াশা

তুমি আমার বক্ষ ভেদ করে যাওয়া কিছু স্মৃতিগুচ্ছ,

হোকনা সে স্মৃতি কারো কাছে যতই তুচ্ছ। 


বুক ভরা শ্বাসে তুমি মিশে গেছো প্রাণে,

আজও যে কাঁদে প্রাণ সে কথা কি সে জানে?


কুয়াশার প্রহরে হারিয়েছি তার শহরে,

নিয়ে কত আনন্দ আর হাসিখুশির বহরে।


আজও রোজ করি স্নান কুয়াশার জলে,

শুধু নেই সেই আনন্দ যা হারিয়েছে কালের অতলে।


🖋️ লতিফুর রহমান পলাশ

সোমবার, ৩ জানুয়ারী, ২০২২

মিথ্যে স্বপ্ন



মিথ্যে স্বপ্ন---


সে তো কখনো ছিলোনা আমার,

হৃদয়ের মধ্যে মিছেমিছি স্বপ্ন ঘর বাধার।

সেই ঘরে পড়েনি কখনো জোসনা রাতের আলো,

সে তো কখনো বাসেনি আমায় সত্যি সত্যি ভালো।

দমকা বাতাসে সে ঘর আমার করে নড়বড়,

আপন তো কখোনো ছিলাম না আমি, ছিলাম পরের পর।

সেই ঘরেতে তালা আমার, চিরদিন বন্ধ,

ভালোবাসার স্বপ্নে ছিলো অন্তর চক্ষু বন্ধ।

সুখের স্বপ্ন দুঃখে ভাঙে, করুণ পরিণয়,

একতরফা ভালোবাসার হয়না কখনো জয়।

হৃদয় ভাঙার করুণ জ্বালা, যার ভাঙে সে বুঝে,

হিয়ার মাঝে অশ্রু ঝরে, দুঃখ ভাজে ভাজে। 


🖋️ লতিফুর রহমান পলাশ

রবিবার, ২ জানুয়ারী, ২০২২

অদৃশ্যের সাথে কথোপকথন




অদৃশ্যের সাথে কথোপকথন---


আমি---

কে যেন ডাকছে আমায় নাম ধরে,

দুই নয়নে কখনো আমি দেখিনাই তো তারে।

কে তুমি ভাই ডাকছো আমায়,কি চাও আমার কাছে?

দেওয়ার মতো প্রাণটা ছাড়া কিবা আমার আছে।

নেই কোন সহায় সম্বল, নেই বাড়ি ঘর,

আপন বলতে নাইতো কেউ, সবাই আমার পর।

অসহায় নিঃস্ব আমি জনমের দুঃখী,

কি দিয়ে করবো আমি বলো তোমায় সুখী?


অদৃশ্য---

চাইনা আমি সহায় সম্বল, চাইনা ঘরবাড়ি,

তোমায় নিয়ে দিতে চাই অচিন পথ পাড়ি।

নিয়ে যাবো তোমায় আমি অনেক দূরের পথ,

হেটে চলবে হাত ধরে, যাওয়ার নেইতো রথ।

স্বপ্নে ঘেরা সে দেশ আমার, নেই দুঃখের রেশ, 

তোমায় নিয়ে থাকবো সেথা দুজনেই বেশ।

এখন চলো আমার সাথে, হাতে রেখে হাত,

পরিস্থিতি যেমনি হোক ছেড়োনা আমার সাথ।


🖋️ লতিফুর রহমান পলাশ

শনিবার, ১ জানুয়ারী, ২০২২

অবসাদ

 



অবসাদ---


কাছের পথ, তবুও অনেক দূরে সে পথের শৃঙ্খল,

পারাপারের কোন উপায় নেই, নেই কোন বাহন।

ঘন কুয়াশা আর কাটায় ভরা সে পথের ভূমি,

সে পথের শেষ প্রান্তে আজ আর দাড়িয়ে নেই আমি ।

চলতে হবে সে পথে আমি বিহীন একা,

চলার পথে পাবে শুধু দুঃখ কষ্টের দেখা।

হয়তো মনের ঠিকানা বদলে গেছে আজ,

নিজেকে দিয়েছো নতুন কোন এক সাজ।

রং মেখে রঙিন হওয়া খুব সহজ হয়,

মন কি আর রাঙানো যায়, যদি প্রাণে ব্যথা রয়।

পাপ আর পাপ মিলে পাপে একাকার,

প্রায়শ্চিত্ত ফেরানোর সাধ্য আছে কার।

কিছু ভুলের সমাধান কখনো হয়না,

সময় গেলে সাধনের মিছে বায়না।

নিজের দোষো দোষী হয়ে মিথ্যে ভালো থাকা,

নয়তো সে সত্যি জীবন, সব কিছু ফাকা।

ক্ষণিকের ভালো থাকা, দীর্ঘ অবসাদ,

নিজেই যেন ডেকে আনা নিজের মৃত্যু ফাদ। 


🖋️ লতিফুর রহমান পলাশ


সম্ভাবনা

 




"সম্ভবনা"

🖋️লাভলুআহমেদ


তুমি বলেছো তোমার পক্ষে সম্ভব না, 

আর আমি বার বার খুঁজে বেড়িয়েছি তার সম্ভাবনা🙂আমি মনে মনে ভেবেছি কেন সম্ভব না.!


তাই দিন রাত চোখের কোণে থাকা জল নিয়ে 

অপেক্ষা করে গিয়েছি সেই দিনটার জন্য,

যে দিনটায় আমি খুঁজে পাব আমার সম্ভাবনাকে.!!


আজ আমার সেই অপেক্ষাময়দিনটিএসে পড়েছে, 

আর আমাকে দাড় করিয়েছে নতুন এক সম্ভাবনায়.!!


তুমি চাওনি কখনো সম্ভব হোক

তাই এতদিন সম্ভব হয়নি,

আমি বুঝে গিয়েও চুপ ছিলাম

আর খুঁজে ছিলাম আমার সম্ভাবনা কে..!!


কিন্তু আজ আমার ভাবনাটা সত্যি হয়ে গেলো

জিতে গেলে তুমি, আর হেরে গিয়েও জিতে

গেলো  আমার সম্ভাবনা..!!


ভালোবাসার সমাপ্তি গুলো শেষ অবদি পর্যন্ত 

এভাবেই ইতি টেনে যায়..!!

অনেক কিছু বুঝে গিয়েও চুপ থেকে 

ভালোবাসার সমাপ্তি টানতে হয়,

কারণ সে চায়নি আমি তার সম্ভবনা থেকে যাই..!!

পাওয়ার আকুতি




পাওয়ার আকুতি---

মনে কোন এক অদৃশ্য পাওয়ার আকুতি,

সে যেন তবু ধরা ছোয়ার অনেক বাহিরে।

যাতনায় দগ্ধ আজ অন্তর আত্মা,

অদৃশ্য তবুও দেয়না ধরা এ আঙিনায়। 

কিসের বাধা, কিসের এতো পিছুটান,

বুঝালে বুঝেনা যাতনায় দগ্ধ এ প্রাণ।

অদৃশ্য তো আমার পেতেই হবে,

আমি যে তারই অনুসারী।

কতো যে আমার বাধা তাকে পেতে,

আর হবে আমার কতো দূরে যেতে?

আমি তো আর পারছিনা তাকে বিনা,

স্বপনের দেখাতে সে যেন আমার জনম জনমের চেনা।

অপেক্ষক অদৃশ্য আমি যে তোমার,

জনম জনম স্বপনে হলেও তুমি যে আমার। 


🖋️ লতিফুর রহমান পলাশ