এই ব্লগটি সন্ধান করুন

রবিবার, ২ জানুয়ারী, ২০২২

অদৃশ্যের সাথে কথোপকথন




অদৃশ্যের সাথে কথোপকথন---


আমি---

কে যেন ডাকছে আমায় নাম ধরে,

দুই নয়নে কখনো আমি দেখিনাই তো তারে।

কে তুমি ভাই ডাকছো আমায়,কি চাও আমার কাছে?

দেওয়ার মতো প্রাণটা ছাড়া কিবা আমার আছে।

নেই কোন সহায় সম্বল, নেই বাড়ি ঘর,

আপন বলতে নাইতো কেউ, সবাই আমার পর।

অসহায় নিঃস্ব আমি জনমের দুঃখী,

কি দিয়ে করবো আমি বলো তোমায় সুখী?


অদৃশ্য---

চাইনা আমি সহায় সম্বল, চাইনা ঘরবাড়ি,

তোমায় নিয়ে দিতে চাই অচিন পথ পাড়ি।

নিয়ে যাবো তোমায় আমি অনেক দূরের পথ,

হেটে চলবে হাত ধরে, যাওয়ার নেইতো রথ।

স্বপ্নে ঘেরা সে দেশ আমার, নেই দুঃখের রেশ, 

তোমায় নিয়ে থাকবো সেথা দুজনেই বেশ।

এখন চলো আমার সাথে, হাতে রেখে হাত,

পরিস্থিতি যেমনি হোক ছেড়োনা আমার সাথ।


🖋️ লতিফুর রহমান পলাশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন