এই ব্লগটি সন্ধান করুন

রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২

মন সংকোচ




"মন সংকোচ"


কতখানি বিভোর এ মন, 

কে রাখে তার খবর!

বুকের মাঝে যে গোরস্থান, 

সেথা খুঁড়েছি শত কবর।


সে গোরস্তানে শত স্বপ্ন আমার 

করবো আমি দাফন,

দুঃখ আমার স্বপ্ন গুলোর 

হবে সাদা কাফন।


জীবন যুদ্ধে পরাজিত আমি 

হয়েছি শত শতবার,

দুঃখের অনলে পুড়ে এ মন 

হয়েছে ছারখার।


স্বপ্ন পূরণ করবো বলে 

গিয়েছি সবার দ্বারে,

সবাই কি আর কথা দিয়ে 

কথা রাখতে পারে!


জীবন বড় কঠিন জিনিস 

বুঝিনি তা আগে,

বুঝেও এখন হয়না যে লাভ, 

কষ্ট বুকে লাগে।


কতো কতো বার ঠকেছি আমি 

মানুষ বিশ্বাস করে,

তাইতো আজ বিশ্বাস আমার 

গিয়েছে সব মরে।


ভালোবাসতে এখন আমার 

লাগে যে বড় ভয়,

পোড়া মনটায় আবার যদি

ব্যথা পেতে হয়!


একা আছি, ভালো আছি, 

নিঃসঙ্গ মানব আমি,

নিজেই আজ নিজের কাছে 

অনেক অনেক দামি।


স্বপ্ন নেই, সুখ নেই, 

নেই কোন চাওয়া পাওয়া,

দুনিয়াবি ঝামেলা আর 

দেয়না আমায় ধাওয়া। 


নাম মাত্র মানুষ আমি, 

আসলে এক জড়,

বড় বড় দুঃখও আজ

হয়না মনে বড়।


যতদিন থাকবো বেঁচে

সুখের এই ধরায়,

ভুল করেও হাঁটব না আর

প্রেম বাজারের পাড়ায়। 


✍️ লতিফুর রহমান পলাশ

রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২

ধরনীর মায়া

 



"ধরণীর মায়া"


ওহে ধরণী,

তোমাতে মত্ত আমি।

তোমার রূপের নেশায় মাতাল আজ আমার আকাশ বাতাস।

তোমাতে মজিয়া আজ বিভোর আমার নয়নমণি।

থাকবে কি চিরকাল তোমার এই রূপ,

যে রূপের নেশায় আজ মাতাল আমি? 

ভাবিয়া মনের দুয়ার তুমি রাখিও খোলা,

কার মনে কি আছে যায়না তো বলা।

প্রকৃতি আজ তোমার বশে,

কি করবে যদি কখনো ঝড় আসে?

ভেবে দেখরে বোকা মন,

থাকবেনা কিছু করার তখন।

যদি চাও মুক্তি, করো সত্যের ভক্তি,

কাটবে নেশা যদি থাকে সেই ভক্তির শক্তি।

যে পারে সেইতো করে তোমায় নিয়ে খেলা,

স্রোতে স্রোতে ভেসে চলে কর্মফলের ভেলা।

সাজিয়েছো নানান রঙ্গে, আজব তোমার লীলা,

তোমার লীলা তুমিই বুঝো, ডুবে যায় বেলা।


🖋️ লতিফুর রহমান পলাশ

শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২

বিদায় বেলার শেষ মিনতি

 



"বিদায় বেলার শেষ মিনতি"


মেনে নিয়েছি আমি সকল নিরবতা,

বলবোনা কাউকে আমার কতো ব্যথা।

ব্যথা আছে যত লুকায়িত আমার মনে,

ব্যথিত হবো আমি একা গোপনে।

একাকীত্ব নিয়েছি আমি সঙ্গী করে,

শুধু চাইবো প্রিয়া তোমায় মরনের পরে।

এ জনমে প্রিয়া তুমি দেখা না দিয়ো,

পড়ে যদি মনে আমায় দূর থেকে খোঁজ নিয়ো।

সামনে যদি আসো কখনো আমার খোঁজ নিতে,

সেদিন কিন্তু নিজেকে আমি পারবোনা সামাল দিতে।

অশ্রু আমার মানবে না সেদিন বাধা শতশত,

থাকো তাই প্রিয়া তুমি পার দূরে যত।

আমি থাকি আমার মতো নিয়ে সব স্মৃতি,

স্মৃতির সাথেই মেনে নিবো আমার শেষ ইতি।

শেষ বিদায়ে যদি তোমার দেখতে মন চায়,

পাশে এসে একটু বইসো একলা নিরালায়।

আপন মনে এই বদনে দিয়ো একটু দৃষ্টি,

ঝরিয়ো না দুই নয়নে সেদিন আষাঢ়ের বৃষ্টি। 

ঐ নয়নে ঝরে যদি এক ফোঁটা জল,

মরার পরেও হবে আমার আত্মার কতল।

বেঁচে থাকতে পেলাম না হায় তোমার কায়া মায়া,

প্রখর রোদে কবর মাঝে দিয়ো একটু ছায়া। 

বিদায় বেলার এটাই আমার শেষ মিনতি,

সুখে থাকতে ভুলে যেয়ো আমার সব স্মৃতি।


🖋️  লতিফুর রহমান পলাশ