"ধরণীর মায়া"
ওহে ধরণী,
তোমাতে মত্ত আমি।
তোমার রূপের নেশায় মাতাল আজ আমার আকাশ বাতাস।
তোমাতে মজিয়া আজ বিভোর আমার নয়নমণি।
থাকবে কি চিরকাল তোমার এই রূপ,
যে রূপের নেশায় আজ মাতাল আমি?
ভাবিয়া মনের দুয়ার তুমি রাখিও খোলা,
কার মনে কি আছে যায়না তো বলা।
প্রকৃতি আজ তোমার বশে,
কি করবে যদি কখনো ঝড় আসে?
ভেবে দেখরে বোকা মন,
থাকবেনা কিছু করার তখন।
যদি চাও মুক্তি, করো সত্যের ভক্তি,
কাটবে নেশা যদি থাকে সেই ভক্তির শক্তি।
যে পারে সেইতো করে তোমায় নিয়ে খেলা,
স্রোতে স্রোতে ভেসে চলে কর্মফলের ভেলা।
সাজিয়েছো নানান রঙ্গে, আজব তোমার লীলা,
তোমার লীলা তুমিই বুঝো, ডুবে যায় বেলা।
🖋️ লতিফুর রহমান পলাশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন