এই ব্লগটি সন্ধান করুন

সোমবার, ৩ জানুয়ারী, ২০২২

মিথ্যে স্বপ্ন



মিথ্যে স্বপ্ন---


সে তো কখনো ছিলোনা আমার,

হৃদয়ের মধ্যে মিছেমিছি স্বপ্ন ঘর বাধার।

সেই ঘরে পড়েনি কখনো জোসনা রাতের আলো,

সে তো কখনো বাসেনি আমায় সত্যি সত্যি ভালো।

দমকা বাতাসে সে ঘর আমার করে নড়বড়,

আপন তো কখোনো ছিলাম না আমি, ছিলাম পরের পর।

সেই ঘরেতে তালা আমার, চিরদিন বন্ধ,

ভালোবাসার স্বপ্নে ছিলো অন্তর চক্ষু বন্ধ।

সুখের স্বপ্ন দুঃখে ভাঙে, করুণ পরিণয়,

একতরফা ভালোবাসার হয়না কখনো জয়।

হৃদয় ভাঙার করুণ জ্বালা, যার ভাঙে সে বুঝে,

হিয়ার মাঝে অশ্রু ঝরে, দুঃখ ভাজে ভাজে। 


🖋️ লতিফুর রহমান পলাশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন