এই ব্লগটি সন্ধান করুন

বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২

কুয়াশা

 



কুয়াশা---


কুয়াশা

তুমি আমার বক্ষ ভেদ করে যাওয়া কিছু স্মৃতিগুচ্ছ,

হোকনা সে স্মৃতি কারো কাছে যতই তুচ্ছ। 


বুক ভরা শ্বাসে তুমি মিশে গেছো প্রাণে,

আজও যে কাঁদে প্রাণ সে কথা কি সে জানে?


কুয়াশার প্রহরে হারিয়েছি তার শহরে,

নিয়ে কত আনন্দ আর হাসিখুশির বহরে।


আজও রোজ করি স্নান কুয়াশার জলে,

শুধু নেই সেই আনন্দ যা হারিয়েছে কালের অতলে।


🖋️ লতিফুর রহমান পলাশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন