এই ব্লগটি সন্ধান করুন

সোমবার, ১০ জানুয়ারী, ২০২২

পরিত্যক্ত চিলেকোঠা




পরিত্যক্ত চিলেকোঠা---


অনেকদিন যাবৎ পরিত্যক্ত হয়ে রয়েছে চিলেকোঠাটি।

অনেক স্বপ্ন আর ভালোবাসা দিয়ে গড়েছিলাম চিলেকোঠার প্রতিটা স্তম্ভ।

মায়ার ছাউনি দিয়ে ঢাকা ছিলো এর পুরু আঙিনা।

পরতে পরতে ছিলো হৃদয়ের গভীর থেকে নিঙড়ানো প্রেম।

সবমিলিয়ে চারিদিক ভরপুর ছিলো সুখের আবেশে।

আহা,

স্বর্গ যেন নেমে এসেছে আকাশ ফোড় করে।


এতটুকু হলেই সব ভালো ছিলো।

কিন্তু অভাগার কপালে কি আর এত সুখ সয়!

না সয়না।

কালবৈশাখী আসবেই তছনছ করে দিতে।

তাই হলো অবশেষে,

দুমড়ে মুচড়ে তছনছ করে দিলো সাধের চিলেকোঠা।

সকল আবেগের হলো অকালমৃত্যু।

স্বপ্ন গুলো স্বপ্নই রয়ে গেলো।

প্রেমগুলো হারিয়ে গেলো কালের গহীনে।

মায়াগুলো পরিনত হলো বিষাদে।

আর চিলেকোঠাটা রয়ে গেলো পরিত্যক্ত গভীর শূন্যতা নিয়ে।

আমার চিলেকোঠা। 



🖋️ লতিফুর রহমান পলাশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন