এই ব্লগটি সন্ধান করুন

শনিবার, ১ জানুয়ারী, ২০২২

অবসাদ

 



অবসাদ---


কাছের পথ, তবুও অনেক দূরে সে পথের শৃঙ্খল,

পারাপারের কোন উপায় নেই, নেই কোন বাহন।

ঘন কুয়াশা আর কাটায় ভরা সে পথের ভূমি,

সে পথের শেষ প্রান্তে আজ আর দাড়িয়ে নেই আমি ।

চলতে হবে সে পথে আমি বিহীন একা,

চলার পথে পাবে শুধু দুঃখ কষ্টের দেখা।

হয়তো মনের ঠিকানা বদলে গেছে আজ,

নিজেকে দিয়েছো নতুন কোন এক সাজ।

রং মেখে রঙিন হওয়া খুব সহজ হয়,

মন কি আর রাঙানো যায়, যদি প্রাণে ব্যথা রয়।

পাপ আর পাপ মিলে পাপে একাকার,

প্রায়শ্চিত্ত ফেরানোর সাধ্য আছে কার।

কিছু ভুলের সমাধান কখনো হয়না,

সময় গেলে সাধনের মিছে বায়না।

নিজের দোষো দোষী হয়ে মিথ্যে ভালো থাকা,

নয়তো সে সত্যি জীবন, সব কিছু ফাকা।

ক্ষণিকের ভালো থাকা, দীর্ঘ অবসাদ,

নিজেই যেন ডেকে আনা নিজের মৃত্যু ফাদ। 


🖋️ লতিফুর রহমান পলাশ


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন