এই ব্লগটি সন্ধান করুন

বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২

বোকা মন

 



"বোকা মন"


ওরে মন, বোকা মন,

তুই খুঁজে ফিরিস কারে! 

হারিয়ে গেছে দূর অজানায়,

খুঁজিস না আর তারে।


ও তারে খুঁজতে গেলে পাগল হবি,

হারাবি তোর নিজের ছবি, 

তাইতো ও মন তোরে বলি, 

হসনে রে তুই পূজোর বলি,

সহজসরল পথে চলি,

হসনে পেরেশান।


কপালেতে থাকলে লেখা, 

হয়তো পাবি তাহার দেখা, 

আর যদি না লেখা থাকে, 

খুজঁলে হাজার পথের বাকে,

পোহাবে তোর দিন রজনী, 

মিলবে না সে প্রাণ স্বজনী,

মিছেমিছি ছটফটানির

হবেনা অবসান। 


ও মন তাইতো বলি তোরে,

আয় না সরে দূরে,

আর কতকাল থাকবি রে তুই,

এই ধরায় ভবঘুরে। 

ও মন খুঁজিস না আর তারে,

বোকা মন খুঁজিস না আর তারে,

হৃদয় দিয়ে ভালোবেসেও হারিয়েছিস যারে।


🖋️ লতিফুর রহমান পলাশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন