"জীবনের গতিবেগ"
জীবন চলতেই থাকে,
হয়তোবা খারাপ ভাবে নয়তোবা ভালো ভাবে।
জীবন কখনো থেমে থাকেনা, থাকবেও না।
এ জীবন যেন এক বহমান নদী।
মৃত্যুই একমাত্র পথ জীবনকে থমকে দেয়ার।
এছাড়া জীবনের চলমান গতি থামানোর সাধ্য কারো নেই।
জীবনে চলার পথে শুধু মাত্র দিকের পরিবর্তন হয়।
আর নদীর মতো কখনো কখনো ধাক্কা খায় একূল ওকূলে।
জোয়ার ভাটার মতে জীবনেরও ভালো মন্দ আসে।
কখনো সুখের আবেশ আবার কখনো দুঃখের রেশ।
তবুও জীবন থেমে থাকেনা।
ছুটতেই থাকে তার লক্ষ মৃত্যুর দিকে,
যতক্ষণ না তার দেখা পায়।
এই এতটুকু জীবনে মানুষের চাওয়া পাওয়ার কোন শেষ নেই।
কেউ চায় জীবনে প্রতিষ্ঠিত হতে, আবার কেউ খুজে ভালোবাসা।
সবাই কিছুনা কিছু চায়ই।
জীবনের চাহিদা গুলো ভিন্ন হলেও চাহিদা কিন্তু থাকবেই।
এটাই হয়তো প্রকৃতির নিয়ম।
আর এই নিয়মের বহির্ভূত নয় কেউই।
প্রত্যেক টা জীবনেরই পারি দিতে হয় এই নিয়মগুলো মধ্য দিয়ে।
জীবন এভাবে চলতেই থাকে মৃত্যুর দিকে।
🖋️ লতিফুর রহমান পলাশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন