এই ব্লগটি সন্ধান করুন

শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২

বোঝনা




 "বোঝনা তুমি"


আচ্ছা,

তুমি কি মন পোড়ানোর ব্যথা বোঝ?

বর্ষা বয়ে যাওয়া দুচোখোর আকুতি বোঝ? 

বোঝ কি ব্যাকুল হৃদয়ের আর্তনাদ?


হয়তো বোঝনা!

বোঝবেই বা কি করে!


তোমার তো পুড়েনি মন,

বয়ে যায়নি বর্ষা ঐ আগুন চেখো,

হয়নি কখনো ব্যাকুল ঐ পাষন্ড হৃদয়।


আচ্ছা,

তুমি কি স্বপ্ন ভঙ্গের কষ্ট বোঝ?

স্বজন হারানোর কষ্ট বোঝ?

বোঝ কি বেঁচে থেকেও মৃত্যুর স্বাদ?


হয়তো বোঝনা!

বোঝবেই বা কি করে!


তোমার তো স্বপ্ন ভাঙেনি,

হারায়নি কোন আপনজন,

বেঁচে আছো নিয়ে সুন্দর জীবন।


আচ্ছা,

তুমি কি বেঁচে থাকার মানে বোঝ?

মায়া আর ভালোবাসার মানে বোঝ?

বোঝ কি বিবেক কারে কয়?


হয়তো বোঝোনা!

বোঝবেই বা কি করে!


তোমার কাছে তো বাঁচা মানেই উল্লাস,

মায়া আর ভালোবাসা উপহাস,

বিবেক হলো মৃত এক অধ্যায়।


🖋️ লতিফুর রহমান পলাশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন