"একা"
বসে আছি একা,
যদি পাই সুখের দেখা।
মৃদু বাতায়নে দীর্ঘশ্বাস,
চারিদিকে নেই কোন বিশ্বাস।
ঝিঝি পোকার বিশ্রী ডাক,
পালাবার নেই কোন ফাক।
সয়ে যেতে হবে নিরবধি,
পুরোটা বেচেঁ থাকায় মৃত্যু অবধি।
সুখ যে এক মরীচিকার নাম,
তাই হয়তো আসেনা সুখের নীল খাম।
অস্তিত্ব ঢাকা পড়ে কুয়াশার চাদরে,
হারিয়েছে সব যা ছিলো আদুরে।
না বলা কথা হবেনা আর বলা,
ধুলাবালি গায়ে নিয়ে একা পথ চলা।
🖋️ লতিফুর রহমান পলাশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন