এই ব্লগটি সন্ধান করুন

মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২

প্রেম সুধা




 "প্রেম সুধা"


হে দয়াময় খোদা,

তুমি কেন দিলে প্রেম সুধা, 

যদি নাই দিলে প্রেমের মর্ম বোঝার মন,

বিবেক বাধিয়া রাখিবা তুমি আর কতকাল ক্ষন?


একতরফা মন জ্বলে,

কলিজা পুড়ে ছারখার, 

এই ভাবে আর কত রজনী করবে অধম পার,

একটা হৃদয় কেন খোদা তুমি জ্বালাও বারে বার?


মনের মিলন নাই যদি হয়,

যদি ভাগ্য রেখায় বিষাদ লেখা রয়,

তবে কেন ক্ষণিকের মায়া মোহ, 

কেন কর খোদা তুমি অধমের জীবন দূর্বিষহ? 


এই জগতে সুখের তরে,

কত মানুষ হৃদয় তোড়ে,

আর অধমেরা ধুকে মরে,

খোদা তুমিই বলো কেমনে তারা পারে?


হায়রে প্রেমের দুনিয়াদারী, 

কারো ভালো কারো আহারি,

বৈষম্যের কালো বাতাস গায়ে বয়,

মন ভেঙে কেমনে খোদা তারা সুখে রয়?


সুখে তারা থাকুক সদা,

এই কামনা মোদের খোদা,

ইহকালের সুখ কামনা করি তাদের তরে,

মন ভাঙার এই হিসাব মোরা পাই যেন পরপারে।


🖋️ লতিফুর রহমান পলাশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন