এই ব্লগটি সন্ধান করুন

বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২

জড় মানব

 


"জড় মানব"


আজকাল বড্ড বেরসিক হয়ে গেছি।

মনের শিকড় গুলোতে কোন রস নেই।

কোথায় যেন হারিয়ে ফেলেছি সকল রসের উৎস গুলো।


জানো প্রিয়া,

এখন আর আগের মতো কষ্ট হয়না,

মনেও পড়েনা তোমাকে আগের মতো।

হ্যা, বলবোনা ভুলে গেছি।

মাঝে মধ্যেই হুট করে স্মৃতি গুলো এসে নিষ্পেষিত করে যায় হৃদয়ের আঙিনা।

তখন খুব কষ্ট হয়, খুব।

দুচোখে কোণে চলে আসে শিশিরের মতো জলবিন্দু।

নিশ্বাসের গতি কমে যায়, এই বুঝি প্রাণ যায় যায়।

তবুও প্রাণটা থেকেই যায় নতুন করে আবার কষ্ট দেয়ার জন্য।


জানো প্রিয়া,

জীবন তরীটা তোমার জন্য থেমে নেই।

চলছে তার আপন গতিপথে,

এভাবে চলতেই থাকবে মৃত্যুর আগ পর্যন্ত। 

কিন্তু তরী ভর্তি যে স্বপ্ন গুলো ছিলো সেগুলো ডুবে গেছে কালের গহীনে।

এখন আর কোন স্বপ্নও নেই এ জীবনে।


একটা সময় ছিলো যখন খুব অপেক্ষায় থাকতাম,

কখন দেখবো তোমায়, শুনবো তোমার কুকিল কণ্ঠী "প্রিয়" বলে ডাক,

অস্থিরতা থাকতো শরীর জুড়ে।

কিন্তু এখন আর অপেক্ষায় থাকিনা।

শরীরেও বিরাজ করেনা কোন অস্থিরতা।

অনেকটাই রক্তমাংসের জড় পদার্থ হয়ে গেছি।

সব কিছুই তোমার অবদান।


🖋️ লতিফুর রহমান পলাশ


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন