এই ব্লগটি সন্ধান করুন

শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২

সরল পথের আহবান




"সরল পথের আহবান"


ফুলের সৌরভ, মানুষের গৌরব থাকবেনা চিরকাল, 

সময়ের সাথে সব গিলে নিবে মহাকাল।


আজকে যায় ভালো, আগামী দিন হয়তো কালো,

বিলিয়ে দাও তাই মানুষের মাঝে জীবনের সব আলো।


সুখ দুঃখ, হাসি কান্না কিছুই স্থায়ী নয়,

কর্ম গুণে মানুষের অন্তরে জীবিত থাকতে হয়।


ভালো কর্ম সাথে নিয়ে চলতে হয় পথ,

খারাপ কর্মে অল্প সময়েই থেমে যায় জীবন রথ।


সব বুঝে তবুও মানুষ সাজে কতো বাহার,

হরেক রকম খাবারে তাদের মিটেনা মনের আহার।


একটার পর একটার পিছে ছুটে অবিরাম,

লোক মাঝে বিলিয়ে বেড়ায় দুনিয়াবি নাম।


নাম যখন ছড়িয়ে পরে তখন বাড়ে অহংকার, 

পরকালের ধার ধারেনা কে পায় তার সাথে আর।


একটা সময় চির বিদায় তারও নিতে হয়,

সময়ের ব্যবধানে তার নাম আর না রয়।


তাইতো সোনা, মন ময়না ভেবে চিন্তে চলো,

সহজ সরল পথে চলতে মনকে সদা বলো।


সহজ সরল পথে চলে মানুষকে ভালোবাসো,

অন্ধকার পথ ছেড়ে আলোর পথে আসো।


মানুষও তোমায় বাসবে ভালো, মনেও রাখবে চিরকাল।

বেঁচে থাকবে তোমার নাম, যতদিন রবে মহাকাল।


🖋️ লতিফুর রহমান পলাশ


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন