এই ব্লগটি সন্ধান করুন

শনিবার, ১ জানুয়ারী, ২০২২

পাওয়ার আকুতি




পাওয়ার আকুতি---

মনে কোন এক অদৃশ্য পাওয়ার আকুতি,

সে যেন তবু ধরা ছোয়ার অনেক বাহিরে।

যাতনায় দগ্ধ আজ অন্তর আত্মা,

অদৃশ্য তবুও দেয়না ধরা এ আঙিনায়। 

কিসের বাধা, কিসের এতো পিছুটান,

বুঝালে বুঝেনা যাতনায় দগ্ধ এ প্রাণ।

অদৃশ্য তো আমার পেতেই হবে,

আমি যে তারই অনুসারী।

কতো যে আমার বাধা তাকে পেতে,

আর হবে আমার কতো দূরে যেতে?

আমি তো আর পারছিনা তাকে বিনা,

স্বপনের দেখাতে সে যেন আমার জনম জনমের চেনা।

অপেক্ষক অদৃশ্য আমি যে তোমার,

জনম জনম স্বপনে হলেও তুমি যে আমার। 


🖋️ লতিফুর রহমান পলাশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন