এই ব্লগটি সন্ধান করুন

বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১

পাওয়া না-পাওয়া

 



পাওয়া না-পাওয়া---


কোনদিন নাইবা হলাম কারো চলার সঙ্গী,

নাইবা হলাম কারো খোপার ফুল। 

চন্দ্রমুখী তো অনেক দূরের কথা,

কখনো পেলাম না পারুরো দেখা। 

তবে বেশ ভালো আছি, 

পাওয়া না পাওয়ার কোন রেশ নেই পাশাপাশি।

নেই কোন পিছুটান, আমি যেন শুধুই আমার,

আটকে নেই কোন বাধনে মায়ার।

মুক্ত আকাশে যেন আমি এক মুক্ত পাখি,

স্বপ্ন দেখেনা কোন এ দুটি আখি। 

জোছনা ভরা রাত গুলো চেয়ে আকাশ পানে,

দীর্ঘশ্বাসে কাটে রাত তারা গুনে গুনে।

তবে বেশ ভালো আছি,

পাওয়া না পাওয়ার কোন রেশ নেই পাশাপাশি।

জীবনের অংক মেলাইনা আর,

শুধুশুধু গোলমাল বাধে বার বার।

সব শৃঙ্খল ছিন্ন আজ,

জীবন কে দিয়েছি আজ নিজেরি সাজ।

হ্যা, আমি সত্যিই বেশ ভালো আছি,

পাওয়া না পাওয়ার রেশ কোনদিন আর হবেনা পাশাপাশি 


🖋️ লতিফুর রহমান পলাশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন