সহস্র বছর আগে
চোখে চোখ রাখা হয়েছিলো।
তারপর আর কারো চোখো
চোখ রাখা হয়নি কখনো।
সেই যে একটা প্রলেপ পড়েছিলো,
সেই প্রলেপ ভেদ করে
আজো দেখতে পারিনি কাউকে।
জীবনে বহু পথ হেটে বেরিয়েছি,
দূর থেকে বহু দূরে গিয়েছি,
এক জোড়া চোখ আমি খুজে চলেছি।
পাইনি কোথাও, পাইনা কোথাও,
পাবো কি কোথাও কখনো?
এমন এক জোড়া চোখ,
যে চোখ আমায় শাসিয়ে যাবে।
যে চোখে চোখ রাখলে বুকের ভিতরটা কেপে উঠবে।
যে চোখের মায়ায় হেসে হেসে চলে যাবো নরকে।
✍️ লতিফুর রহমান পলাশ