মরন জ্বালা---
সত্যিকার প্রেম ভালোবাসা সব সময় একতরফা হয়।
.
যে ভালোবাসা সামান্য আঘাতে ভেঙে যায়, সেটা আসলে কখনো ভালবাসা হতে পারেনা।
সামান্য ভালোলাগা আর আবেগ মেশানো অনুভূতি নিয়ে প্রেম হয়, কিন্তু পিড়িতি হয়নারে ভাই।
সত্যিকার ভালোবাসার জন্য বিশ্বাস টা সবার আগে জরুরি।
কারো সাথে ভালোবাসায় জরিয়ে তার বিশ্বাস নিয়ে মজা করা, অন্ধ বিশ্বাস কে জিম্মি করে তাকে প্রতিনিয়ত ঠকানো এগুলো প্রতারণা ছাড়া আর কিছুইনা।
তাছাড়া ভালোবাসা এমন একটা কঠিন জিনিস যে, যতো বড় ঝড়ই আসুক না কেন এটার ভিত্তি অটুট থাকে।
যেটার ভিত্তি সামান্য আঘাতে ভেঙে যায় সেটা নিছক আবেগ।
তাই আবেগে জড়িয়ে কোন সম্পর্ক করা উচিত না। হয়তো অপর পাশের মানুষটি আবেগ দিয়ে নয়, আত্মা দিয়েই সম্পর্কটাকে জীবনে স্থান দিয়েছে।
যখন এই সম্পর্ক ভেঙে যাবে তখন হয়তো আবেগ ওয়ালার আবেগ কেটে যাবে, নিজেকে স্বাভাবিক করে নিবে, কিন্তু যে আত্মায় স্থান দিয়েছিল এই সম্পর্ক কে তার তো বেচে থাকার প্রেরণা টা হারিয়ে যাবে।
তাই ভালোবাসার সম্পর্কটাকে আবেগে জরিয়ে জীবনে আনার কোন মানে নেই।
এটা আত্মার সম্পর্ক, আবেগের নয়। তাই আবেগে জরিয়ে এই সম্পর্ক কে ছোট করার কোন মানেই হয়না।
অপর দিকে সত্যিকার ভালোবাসা বরাবরি একতরফা হয়, কখনোই দুই দিক থেকে সত্যিকার ভালোবাসা হয়না।
.
এজন্য ভালোবাসা কে জীবনে স্থান দিতে নাই, হয়তো জীবনে একটু আফসোস থেকে যাবে কিন্তু বিচ্ছেদের মরন জ্বালা আপনাকে স্পর্শও করতে পারবেনা।
তাই সাবধান, সইতে পারবেন না।
এ জ্বালা যে মরন জ্বালা।
Latifur Rahman Palash
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন