মাঝে মাঝে আমি শুধু একা থাকতে চাই-
শুধুই আমার সাথে আমি এবং আমি!
একাকী নিজের মতো নিজে এবং নিজে!
নিভৃত ভুবনে নির্জন অরণ্যে একা এবং একা!
আমি শুধু আকাশের নীলে চেয়ে থাকতে চাই!
প্রাণের গহীনে কুলকুল শব্দে বয়ে যাওয়া
একটা বিশাল নদীর পাড়ে একা বসে থাকতে চাই!
একা একা সকাল সন্ধ্যা ভাবনার চরাচরে হারাতে চাই!
ভাবনার অতলে ডুবে গিয়ে কূলকিনারা খুঁজতে চাই
মাঝে মাঝে আমি সবুজের দিকে তাকিয়ে থেকে,
খুব করে মনের সবুজে হাঁটতে চাই
একা এবং একা সবুজে শ্যামলে হারাতে চাই
ঘাস লতাপাতা ফুল পাখিদের সঙ্গলাভে
একা শুধু একা সময় যাপন করতে চাই।
মাঝে মাঝে আমি কোলাহল ধ্বনি থেকে
পুরোপুরি ভাবে দূরে থেকে জীবনকে দেখতে চাই।
আমি শুধু আমার ভেতর ডুবে থাকতে চাই।
🖋️ সংগৃহীত
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন