এই ব্লগটি সন্ধান করুন

শনিবার, ২১ আগস্ট, ২০২১

মুখ

 





আমি দেখেছি একদা তাহারে,

হেঁটে যেতে যেতে আহা রে,

এক অনির্বচনীয় সুন্দর মুখ!

সর্বদেহ দেখেনি চোখ উন্মুখ।


মানবী রূপীণী বুঝি অপ্সরা,

এসেছিল নেমে দেখিতে ধরা;

রূপে চারিদিক মোহিত করে,

পশিতে সুন্দর-পুজারী অন্তরে।


ডাগর কালো স্ফটিক দু’চোখ

দৃষ্টিবাণে বিঁধে, জিনে ভূলোক।

দেখে সম্বিৎ হারা মুগ্ধ দর্শক

ফেলিতে পারে না যে পলক।


ঈষৎ রাঙা মুখাবয়েব সাদা,

ঘন কৃষ্ণ কুন্তল-ফ্রেমে বাঁধা;

মধ্যিখানে রক্তিম মদির ওষ্ঠদ্বয়

প্রকম্পিত করিয়া কামার্ত হৃদয়।


আহা মরি! কি ধন্য সে কলেবর,

বহে ভুবন ভোলান এ মুখ সুন্দর;

বাখানিতে যার সৌন্দর্য অতুল,

কবি, শিল্পীরা সবে করিবে ভুল।


যতদিন রহিবে সজীব এ বুক,

ভুলিবে না কভু সে মনহরা মুখ;

স্মৃতির পটে, হৃদয়ের মর্মর-ঘটে,

পদ্ম কলি সম রবে তা ফুটে।


🖋️ নুরুদ্দিন চৌধুরী.  


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন