"অনিয়ম"
নিয়মে বাধা সব অনিয়ম,
মনের চাহিদা গুলোও অনিয়ম।
অনিয়মে মিশ্রিত সব রক্তকোষ,
নিয়ম বর্জিত এক অনিয়মিত মানুষ।
আজব বৈশিষ্ট্য, ভিন্ন চলাচল,
নিজের প্রতিচ্ছবি সঙ্গী তার।
একাকীত্বে খুজে বেড়ায় সুখ,
ভালোলাগা তার গভীর আধার।
প্রিয় অনিয়মের সাথে মিলনে,
নিজের সাথে চলে তার যুদ্ধ।
কত বঞ্চনা, কতো বাধা আর,
কত হতাশায় করে বাকরুদ্ধ।
তবুও নিয়তির উল্টো পথে,
চালিয়ে যাওয়া সব অনিয়ম।
জীবন নামের জীবন শুধু,
নয়তো সে পরিপূর্ণ জীবন।
✍️ লতিফুর রহমান পলাশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন