এই ব্লগটি সন্ধান করুন

শুক্রবার, ২০ আগস্ট, ২০২১

সর্বনাশা অগ্নি




জ্বলে পুড়ে ছাই,

চারিদিকে অগ্নির গর্জন।

আশেপাশে হাহাকার,

বাচাঁনোর কেউ নেই।

পুড়ে যায় মন,

ভেঙে খান খান হৃদয়।

স্বজনের চিৎকার,

বিদীর্ণ পরিবেশ।

কেউ কারো নয়,

সবার বাচাঁর অপচেষ্টা।

চারিদিকে ছুটে চলা,

তবুও অগ্নি গ্রাসে সব।

জলের খুব অভাব,

অগ্নি যেন নিভবার নয়।

সব চলে যাচ্ছে অতলে,

না জানি কোন পাপের শাস্তি।

এ আগুন জ্বাললো কে,

কোথায় পাবো খুজ তার।

আগে তো বেচেঁ নেই,

বাচাঁই যে বড় মুশকিল।

না জানি কত প্রাণ,

সর্বনাশা অগ্নি করে গ্রাস।

না জানি কতো জীবন,

দাবানলে হারায় শ্বাস। 

আকাশে প্রখর রোদ,

মেঘের কোন দেখা নেই।

কে করবে নিবারন,

সর্বনাশা অগ্নি এই।

নিয়ে যা ততো প্রান,

মনে চায় যতো ।

সময় শেষে শূন্য তুই,

একদিন শিরদাঁড়া হবে নত।


🖋️ লতিফুর রহমান পলাশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন