এই ব্লগটি সন্ধান করুন

শুক্রবার, ২০ আগস্ট, ২০২১

মনের দুয়ার


মনের দুয়ারে 

জমেছে ধুলো, 

সন্ধ্যা হলে কেউ 

দেয়না উলু। 

রাত্রি এলে

পাটায় বেলে

যাঁতাকলে

পিষছে ভুলু। 

শিরায় গিড়ায়

স্মৃতির যাতন,

তবুও মনে

আশার মাতন।

জানে মনা

লাভ হবেনা,

তবুও মনা

স্থির রবেনা।

ভেবে ভেবে 

উতলা রবে,

আসবে সুদিন 

আবার কবে। 

রাত পোহাবে 

ভোর হবে,

ঘুমের পাখি

আসবে তবে।

এভাবেই 

দিন যাবে

মাস আর 

বছরও যাবে,

অবশেষে 

প্রাণ পাখিটাও 

উড়াল দিবে,

মনার এবার

শান্তি হবে।


🖋️ লতিফুর রহমান পলাশ 

২টি মন্তব্য: