এই ব্লগটি সন্ধান করুন

শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১

কে নিবে তার দায়




একটি হৃদয় খুন হয়েছে,

কে নিবে তার দায়?

ঝলসানো সে হৃদয় পুড়ে, 

আজ ভস্মীভূত ছাই।

একটি হৃদয় মরে পরে রয়,

ভ্রুক্ষেপ নেই কারো,

জলদি করো কাফন দাফন,

একলা একা ছাড়ো।

সর্বনাশা সর্বগ্রাসী ঝড়ে,

দিকবিদিক লণ্ডভণ্ড, 

অনুভূতি সব হাওয়ায় ভাসে, 

আত্মা পরমাণু খন্ড।

বুকফাটা হাসিতে কান্না আসে,

তবু চোখে নেই পানি,

নিজের গড়া সমুদ্রে তার, 

ঠাঁই নেই একটুখানি।

নতুন কোন পথ নেই আর,

হেঁটে সব পথ চেনা,

ক্লান্ত ভীষণ তবুও চলে,

ভাঙে পথের আয়না। 

পঁচে গলে মন আস্তেধীরে, 

অবহেলার ব্যাকটেরিয়ায়,

একটি হৃদয় খুন হয়েছে,

কে নিবে তার দায়?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন