এই ব্লগটি সন্ধান করুন

মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১

বৈষম্য


 বৈষম্য---


পুড়ছে দেহ, ছিড়ছে মন,

এভাবে আর কতক্ষণ! 

ছুটছে মানুষ, দুলছে ধরা,

হৃদয় জুড়ে করুণ ক্ষরা।

একটুখানি সুখের আশায়,

জীবন তরী জলে ভাসায়।

কারো কপালে জোটে ভাত,

না খেয়ে কেউ কাটায় রাত।

দুমুঠো আশায় ভাতের,

ত্যাগ করে ঘুম রাতের।

হায়রে স্বাদের দুনিয়াদারি, 

কারো ভালো কারো আহারি।

কারো আছে ভুরি ভুরি,

কেউবা আবার করে চুরি। 

কেউ খায় বসে বসে,

কারো জীবন কলে পিষে। 

কেউ করে উপভোগ, 

কেউবা কেঁদে ভাসায় বুক।

কেউ করে স্বজন ছাড়া, 

কেউবা আবার স্বজন হারা।

বৈষম্য তে জগৎ ভরা,

তাহার লীলা, কি আর করা!

🖋️ লতিফুর রহমান পলাশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন