"অভিমান"
অভিমান কি!
কি জানি, জানিনা অভিমান কি,
অভিমান হয়নি কখনো আমার।
শুধু কারো জন্য কষ্ট পেয়েছি,
আর দুচোখ জলে ভাসিয়েছে।
নিরবে থেকেছি একা,
দেইনি বহির্বিশ্বে দেখা।
একেই কি বলে অভিমান?
বুঝিয়েছি মন তোর কেউ নেই,
হারিয়ে গিয়েছে তোর সেই।
তুই থাক তোর মতো,
নিয়ে তোর ব্যথা যতে।
একেই কি বলে অভিমান?
চলে যেতে চেয়েছি বহু দূরে,
শত ডাকলেও আসবোনা ফিরে।
মনের যতো নিরব জ্বালা,
দিয়েছি তাতে বহুবার তালা।
একেই কি বলে অভিমান?
বলেছি ভুলে যাবো,
কারো পথে কাটা না হবো।
চলবো নিজের মতো,
বাধা যতই আসুক সহস্র শতো।
একেই কি বলে অভিমান?
আমি জানিনা অভিমান কারে কয়,
কেউ কষ্ট দিলে বুকে ব্যথা হয়।
নিজেকে ভাবি বড় একা,
ইচ্ছে করেনা কাউকে দিতে দেখা।
একেই কি বলে অভিমান?
মহাকালে হারিয়ে যেতে চেয়েছি বহুবার,
ফিরবো না এ জগতে ভেবেছি বারবার।
না বলা কথা, বলিনি যতো দুঃখে,
জমিয়ে রেখেছি সব ভাঙাচোরা বুকে।
একেই কি বলে অভিমান?
🖋️ লতিফুর রহমান পলাশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন