"প্রেয়সী"
তুমি নীল নয়না নও,
তবুও ঐ চোখের প্রেমে
আমি হাবুডুবু খাই যুগযুগ ধরে।
তোমার ঐ চিকন ঠোট,
যে ঠোট মারণ বিষে ভরা।
তবুও ঐ ঠোটের স্পর্শে আমার
হৃদয় শিথিল করা।
তুমি নও কোন অপরূপ সুন্দরী,
তবুও ঐ সৌন্দর্য গ্রাসে আমার ভুবন।
তুমি নও কোন মায়াবতী,
তবুও তোমাতে আটকে আছে আমার জীবন।
তোমার ঐ ছলনার হাসি,
যে হাসিতে আমার লক্ষ কোটি ফাসি।
তবুও আমার নয়ন,
সয়নে স্বপনে খোজে দিবানিশি।
তোমার গলার ঐ বিষে ভরা সুর,
আহা! আমার কানে বাঁজে সুমধুর।
যে সুরের টানে আমি হেটে চলেছি,
মরু, পাহাড়-পর্বত দূর থেকে বহুদূর।
তোমায় নিয়ে দেয়া হবেনা কখনো,
জীবনের শেষ পথ টুকু পাড়ি।
তাই বলে এই ভেবোনা,
তোমায় বিহীন শূন্য রবে জীবন তরী। 😎✌
🖋️ লতিফুর রহমান পলাশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন