এই ব্লগটি সন্ধান করুন

শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১

পথিক

 



ঘন অন্ধকার, 

চারিদিকে নিগূঢ় নিরবতা।

দূর থেকে ভেসে আসে ডাহুকের ডাক।

মশালের ললাটে আলোয় 

আলোকিত হয়না পুরো আঙিনা।

নির্জন পরিবেশে সব অচেনা।

পথিক হারিয়েছে পথ,

ফিরবে কি কোনদিন নিজ ঠিকানা!

এ অচেনা পথের শেষ কোথায়!

হতাশায় পথিকের মন, 

আপন নীড়ে ফেরার বড় স্বাধ।

ডাহুকের ডাক যেন না 

ফেরার বানী শুনিয়ে যায়।

পথিক ভীত, আতংকিত।

নিজ নীড়ে তার অপেক্ষায় পরিজন।

ঘুম নেই পথিকের চোখের পাতায়।

কতো অপূর্ণ স্বপ্ন তার পূরণ করতে হবে।

হায় হতাশা!

ভোর যেন হতেই দেয়না।

পথিক যে ভোরের অপেক্ষায়।

যদি বেঁচে থাকে, 

ভোর হলে হবে পথিকের নতুন চলা।

ডাকুকের ডাকের সাথে আরও

সঙ্গী হলো ঝিঝি পোকার বিরক্তিকর শব্দ।

মশালের আলোও নিভো নিভো।

পথিক তার অন্তর চোখ খোলার প্রচেষ্টায়।

তীক্ষ্ণ মনোবল, অদম্য চেষ্টা

সাথে পরিজনের মায়া,

সব মিলিয়ে পথিকের ধৈর্য।

পথিক পথ হারিয়েছে,

তাতে কি!

পথিক চলবে তার নিজের তৈরি করা পথে।

যে পথ ধরে পরে চলবে তার হাজারো অনুসারী। 

অদম্য পথিক পথ হারায় না,

পথ হারানোর ভয়ও করেনা।

নিজের পথ তৈরি করাই পথিকের ধর্ম।

মনের যতো ভয়, হতাশা

সব ছুড়ে ফেলতে হবে।

এতেই পথিক তার পথের সন্ধান পাবে।


সত্যিকারের পথিক পথ হারায় না।

🖋️ লতিফুর রহমান পলাশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন