এই ব্লগটি সন্ধান করুন

বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১

প্রেম বলে কিছু নেই

 


প্রিয়তমা, 

সঁপেছি তোমায় এই প্রাণ,

কতো মরু, পাহাড় আর পর্বত পেরিয়ে,

কাজল চোখে তোমার চোখ রাখবো বলে।


কিন্ত এ কি তোমার চোখে !

এ তো চোখ নয়,

দাবানলে ভরা দুটি আগ্নেয়গিরি।

আমি ভৎস হয়ে যাচ্ছি তার তাপদাহে।


আমিতো পূর্ণতা পেলাম না,

মরীচিকা গ্রাসে আমার সকল প্রণয়,

কেন তবে এ ছলনা!

কেন এই মিথ্যে হৃদয়ের বিনয়।


মস্তিষ্কে হতাশা,

বিশ্বাস গুলো অর্ধমৃত, মৃতপ্রায়।

তাহলে কি প্রেম বলে কিছু নেই জগতে?

না নেই, এই পৃথিবীতে প্রেম বলে কিছু নেই। 😊✌


🖋️ লতিফুর রহমান পলাশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন