কবিতা, সাহিত্য ও সমসাময়িক বিষয়।
আমি যেথায় বাঁধি ঘর
সেথায় হয় ঘূর্ণিঝড়,
কে আপন আর কে পর
সবাই যে এক স্বার্থপর।
বেলা শেষে কালো হাসে
মিছেমিছি ভালোবাসে,
সময়ের স্রোতে ভেসে
আমি যে এক যাযাবর।
🖋️ লতিফুর রহমান পলাশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন