এই ব্লগটি সন্ধান করুন

বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১

দম্ভ

 

আমিতো প্রেমিক ছিলাম না কোনদিন,

ছিলাম এক আতংকের নাম।

যে কুড়েকুড়ে নষ্ট করতো স্বাধীনতা গুলো।


আমিতো নরম সুরে কথা বলিনি কোনদিন, 

ছিলাম এক কর্কশ কণ্ঠি দাঁড়কাক। 

যে আওয়াজে আওয়াজে অতিষ্ঠ করে দিতো জীবনের সুর।


আমিতো ভালোবাসিনি কোনদিন,

ছিলাম এক ভালোবাসা হীন জড়বস্তু। 

যে রাঙাতোনা কোনদিন ভালোবাসার রং।


আমিতো সব মিলিয়ে এক অমানুষ,

ছিলাম শুধু নিজের দম্ভ ও আভিজাত্য নিয়ে।

যে পৃথিবীর সব দুঃখ গুলো দিতে জানে সবাইকে। 


🖋️  লতিফুর রহমান পলাশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন