এই ব্লগটি সন্ধান করুন

বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১

শিশির

 



"শিশির"


পারি দেই বিনিদ্র রজনী

ভোর দেখবো বলে,

স্নান করাবো হৃদয় আমার

ভোরের শিশির জলে।


ছুঁয়ে দেখবো ঘাস আর

নিবো কুয়াশার স্বাদ,

এসব ভেবেই কাটে আমার

ঘোর কালো রাত। 


দেখা হয়না ভোর আর

ছোঁয়া হয়না ঘাস, 

সহস্র রজনী মন আমার 

করে অপূর্ণ স্বপ্ন চাষ।


🖋️ লতিফুর রহমান পলাশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন