এই ব্লগটি সন্ধান করুন

রবিবার, ৩১ অক্টোবর, ২০২১

স্মৃতি

 


স্মৃতি---

যখন ঘুমিয়ে যায় ব্যস্ত পৃথিবী,

তখন ঠকে যাওয়া প্রেমিকেরা জেগে উঠে বুকের ভিতর এক রণাঙ্গন সাজিয়ে নিয়ে।

যে রণাঙ্গনে প্রতি রাতে স্মৃতি আর হৃদয়ের যুদ্ধ হয়।

এই যুদ্ধে হৃদয় প্রতিনিয়ত আহত হয়, রক্ত ক্ষরন হয়, কিন্তু আধমরা হয়ে বেঁচে থাকে।

আর এভাবেই যুদ্ধ চলে প্রতিনিয়ত, রণাঙ্গনের মালিকের মৃত্যু অবধি।


🖋️ লতিফুর রহমান পলাশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন