এই ব্লগটি সন্ধান করুন

মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১

দয়াময় খোদা


 

"দয়াময় খোদা"


হে দয়াময় দয়ার সাগর তুমি,

তোমার দয়া ভিক্ষায় হাত বাড়িয়েছি অধম আমি।

তুমিই যে সকল দয়ার উৎস, 

তোমার দয়া না পেলে দো-জাহানে হব ভৎস।

তোমার আকাশ, তোমার বাতাস, সকলি তোমার দান,

তোমার দয়ায় এই দুনিয়ায় বাঁচে সকল প্রাণ। 

বেঁচে থেকে দুনিয়াতে আমরা করি কতো পাপ,

দয়া করে সকল পাপের করো তুমি মাফ।

তুমি যদি না করো মাফ কি হবে মোদের গতি,

আখিরাতে বাইতে হবে কঠিন পরিনতি।

অফুরন্ত দয়ার ভান্ডার তোমার খালি হয়না কভু,

দুহাত ভরে ভিক্ষে দাও মোদের তুমি প্রভু।

পাপ পূণ্য বিচার বোধ জ্ঞান মোদের তুমি দাও,

মনের যত কালি আছে সবই মুছে নাও।

দুনিয়াতে চালাও মোদের তোমার সঠিক পথে,

পুলসিরাত যেন পার হয়ে যাই তোমার দয়ার রথে।

তুমি ছাড়া এই জগতে বলো কে আর আছে,

তাইতো সকল চাওয়া পাওয়া খোদা তোমার কাছে।


🖋️ লতিফুর রহমান পলাশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন