এই ব্লগটি সন্ধান করুন

সোমবার, ২৫ এপ্রিল, ২০২২

খোঁজ নিয়ো বেলা শেষে



 "খোঁজ নিয়ো বেলা শেষে"


খোঁজ নিয়ো বেলা শেষে,

আমার একটুখানি ভালোবেসে।

পড়ে নিয়ো আমার শেষের কবিতা,

ইচ্ছে হলে যত্নে রেখো আমার শেষ ছবিটা। 

তোমার হাজারো নতুন স্বপ্নের ভিড়ে,

পুরানো স্মৃতি গুলো ঠাই দিয়ো হৃদয়ের নীড়ে।

যে ডাকনাম তোমায় আমি দিয়েছিলাম,

উড়িয়ে দিয়োনা তা, দিয়ে নীল খাম। 

ভালোবেসে চোখাচোখির প্রথম স্মৃতিকথা,

হৃদয়ে রেখো তুমি বিনিসুতায় গাথা।

ভালোবাসার সুখের সেই হারানো দিন,

মনে রেখে কমিয়ে নিয়ো হৃদয়ের ঋণ।

তোমাকে বলা আমার ঔ শেষ কথা,

মনে হলে পেয়োনা হৃদয়ে ব্যথা। 

সুখের স্বপ্ন সত্যি করে তুমি হও সুখী,

আমাকে বিহীন তুমি হয়োনা দুঃখী। 


✍️ লতিফুর রহমান পলাশ 

⏱️ ২৬-০৪২০১৮

শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২

প্রিয়ংবদা



 "প্রিয়ংবদা"


আমায় ভুলে যেয়োনা প্রিয়ংবদা,

মনে রেখো স্মৃতিগুচ্ছ সদা সর্বদা।

আমি তোমার প্রেম পিপাসী,

সেই প্রেমেতেই আজ গলায় ফাসি। 

ব্যাকুলতায় অস্থির ভাঙাচোরা মন,

ভাবনা জুড়ো তোমার ছবি ভাসে সর্বক্ষণ।

যে প্রেমেতে অন্ধ আমি, তুমিও ছিলে অন্ধ,

বিবেকের দরজা হঠাৎ কেন তোমার বন্ধ?

আছো কি সেই আগের মতন, যেমন আমার ছিলে?

থাকোই যদি তেমন তুমি, তবে কেন দুঃখ দিলে?

দুঃখ দিয়ে নেই কিন্তু তুমিও খুব সুখে,

অগোচরে কাঁদছো তুমি আমার বিহীন ধুকে।

অভিমানে বাধা আছো বুজতে নেই বাকি,

কষ্ট হলেও খোলো তোমার অন্তরের ঔ আখি। 

মনের টানে দাও সাড়া, মন যাহা চায়,

স্রোতের টানে নিজেকে ভাসাও, পেয়ে যাবে তায়।


✍️ লতিফুর রহমান পলাশ 

বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২

প্রেরণা

 


"প্রেরণা"


আবার কেন কড়া নাড়ো আমার দুয়ারে?

নিজেকে তো সঁপে দিয়েছি অনেক আগেই তোমারে।

আমার অস্তিত্ব জুড়ে প্রেরণা তোমার বাস,

শিরা উপশিরায় রয়েছো তুমি, তোমাতেই আমার শ্বাস।

দৃষ্টিকোণে তোমার ছবি ভেসে চলে অবিচল,

তোমাতে ছিলাম, তোমাতে আছি, তোমাতে রবো অটল।

চাওয়া পাওয়ার পর্ব গুলো অনেক আগেই শেষ,

আমায় বিহীন প্রেরণা তুমি রয়েছই তো বেশ।

তবুও কেন অনুভবে কড়া নেড়ে যাও?

সুদে আসলে চুকে গেছে সব, আরো কিছু কি চাও?

নাই যে কিছু দেয়ার বাকি, শূন্য আমি আজ,

বদলে গেছে পৃথিবী আমার, বদলেছে তার সাজ।

প্রাণের মায়া নেইতো আমার তোমায় দেবো বলে,

অনেক দূরে যাবো আমি প্রেরণা তোমায় ফেলে।

আমার খোঁজ নিতে তোমার যদি চায় গো মনে,

স্মৃতির পাতা খুলে দেখো ছিলো যা আমার সনে।

অনুভূতি দুমড়ে মুচড়ে কাঁদাবে তোমায় তখন,

আমার বিহীন শূন্যতা গুলো পড়বে মনে যখন।

এখন তো বেশ ভালোই আছো, আমায় বিহীন একা,

পাবে কি কখনো মরীচিকা স্বপ্ন গুলো সত্যি হবার দেখা?


✍️ লতিফুর রহমান পলাশ 

সোমবার, ১১ এপ্রিল, ২০২২

অপূর্ণতা



"অপূর্ণতা"

ভুলিতে চাহিয়া তারে বেশি মনে পরে,
রাতের গভীরে তাই দু নয়ন ঝরে।
আনাচে কানাচে শুধু স্মৃতির হাতছানি,
স্বপ্ন ভাঙার কষ্ট কি আমি ভালোই জানি।
যার হারায় সে বুঝে হারানোর ব্যথা,
সবাই তো কথা দিয়ে রাখেনা কথা।
কেনো এতো ছলাকলা বিধাতাই জানে,
দেখিয়ে স্বপ্ন, ভেঙে দেওয়ার নেই তো কোন মানে।
দুনিয়ার এই খেলা ঘরে চলে নানান খেলা,
দুঃখের ঢেউয়ে ডুবে যায় কারো কারো ভেলা।
স্মৃতির পাতায় কালো খাতায় অপূর্ণতা লেখা,
জীবন তরী থামবে কবে যায় কিরে আর দেখা।

বি.দ্রঃ দেখা যাক বা না যাক তরী একদিন থেমে অবশ্যই যাবে,
হয়তো ভুলেও যাবো সেদিন তারে।
কিন্তু স্মৃতি গুলো অম্লান থাকবে সৃষ্টিকর্তার ডাইরিতে

✍️ লতিফুর রহমান পলাশ
রচনাকাল ১২ই এপ্রিল ২০১৮