"খোঁজ নিয়ো বেলা শেষে"
খোঁজ নিয়ো বেলা শেষে,
আমার একটুখানি ভালোবেসে।
পড়ে নিয়ো আমার শেষের কবিতা,
ইচ্ছে হলে যত্নে রেখো আমার শেষ ছবিটা।
তোমার হাজারো নতুন স্বপ্নের ভিড়ে,
পুরানো স্মৃতি গুলো ঠাই দিয়ো হৃদয়ের নীড়ে।
যে ডাকনাম তোমায় আমি দিয়েছিলাম,
উড়িয়ে দিয়োনা তা, দিয়ে নীল খাম।
ভালোবেসে চোখাচোখির প্রথম স্মৃতিকথা,
হৃদয়ে রেখো তুমি বিনিসুতায় গাথা।
ভালোবাসার সুখের সেই হারানো দিন,
মনে রেখে কমিয়ে নিয়ো হৃদয়ের ঋণ।
তোমাকে বলা আমার ঔ শেষ কথা,
মনে হলে পেয়োনা হৃদয়ে ব্যথা।
সুখের স্বপ্ন সত্যি করে তুমি হও সুখী,
আমাকে বিহীন তুমি হয়োনা দুঃখী।
✍️ লতিফুর রহমান পলাশ
⏱️ ২৬-০৪২০১৮