এই ব্লগটি সন্ধান করুন

সোমবার, ১১ এপ্রিল, ২০২২

অপূর্ণতা



"অপূর্ণতা"

ভুলিতে চাহিয়া তারে বেশি মনে পরে,
রাতের গভীরে তাই দু নয়ন ঝরে।
আনাচে কানাচে শুধু স্মৃতির হাতছানি,
স্বপ্ন ভাঙার কষ্ট কি আমি ভালোই জানি।
যার হারায় সে বুঝে হারানোর ব্যথা,
সবাই তো কথা দিয়ে রাখেনা কথা।
কেনো এতো ছলাকলা বিধাতাই জানে,
দেখিয়ে স্বপ্ন, ভেঙে দেওয়ার নেই তো কোন মানে।
দুনিয়ার এই খেলা ঘরে চলে নানান খেলা,
দুঃখের ঢেউয়ে ডুবে যায় কারো কারো ভেলা।
স্মৃতির পাতায় কালো খাতায় অপূর্ণতা লেখা,
জীবন তরী থামবে কবে যায় কিরে আর দেখা।

বি.দ্রঃ দেখা যাক বা না যাক তরী একদিন থেমে অবশ্যই যাবে,
হয়তো ভুলেও যাবো সেদিন তারে।
কিন্তু স্মৃতি গুলো অম্লান থাকবে সৃষ্টিকর্তার ডাইরিতে

✍️ লতিফুর রহমান পলাশ
রচনাকাল ১২ই এপ্রিল ২০১৮

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন