এই ব্লগটি সন্ধান করুন

রবিবার, ২৭ মার্চ, ২০২২

ভালোবাসা অমর




"ভালোবাসা অমর"


মৃত্যু হয় ব্যর্থ মনের, 

তবুও মৃত মনে বেঁচে থাকে ভালোবাসা আজীবন।

 

বদলে যায় মানুষ, বদলে যায় দুনিয়া, 

কিন্তু বদলায় না ভালোবাসা। 

শুধু প্রকাশ ঘটেনা সময়ের বিবর্তনে।


বুকের ভিতর ললাটে আগুনে সকল ইচ্ছে গুলো পুড়তে থাকে,

কিন্তু পূরণ করা যায়না সামাজিক নিয়মের বেড়াজালে।


ভালোবাসা বড়োই অদ্ভুত!

ক্রোধের তাড়নায় থেমে যায় ক্ষণিকের জন্য, কিন্তু নিঃশেষ হয়ে যায়না।

মাঝে মাঝে স্মৃতির স্বরণে বুকের ভেতর বিষাক্ত তীরের মতো আঘাত হানে।

ক্ষত বিক্ষত হয়ে যায় হৃদয়ের আঙিনা।

হৃদয়ে রক্ত ক্ষরণ হয়।

কেউ দেখেনা হৃদয়ের এই রক্ত ক্ষরণ, 

কেউ দেখবেও না কোনদিন।

শুধু যাতনা সয়ে যায় ভুক্তভোগী। 

তবু্ও ঐ ক্ষত-বিক্ষত হৃদয়ে বেঁচে থাকে ভালোবাসা। 


ভালোবাসা অমর,

মৃত্যু নেই ভালোবাসার।

শুধু মিলন নেই ভালোবাসার দুই প্রান্তের।  

ভালোবাসায় সুখ নেই, ভালোবাসায় শান্তি নেই। 

তবুও মানুষ না বুঝে ভালোবাসে একটু সুখের আশায়।

কই, কেউ তো দেখলাম না সুখী হতে!

শুধু যাতনা আর যাতনা। 

মৃত্যুর কোলে ঢলে পড়ে মানুষ এ যাতনা নিয়েই। 

তবুও ভালোবাসাকে দূর করতে পারেনা হৃদয় থেকে।

ভালোবাসা এমন এক আঠা যা একবার লাগলে আর ছাড়ানোর উপায় নেই। 

তুমি বাঁচো বা মরো, তোমার থেকে ভালোবাসা কে মৃত্যু দিতে পারবেনা তুমি।


মানুষ অসহায় এই ভালোবাসার অমরত্বের কাছে।

তবে জালিম, বেঈমানদের ক্ষেত্রে ভিন্ন। 


✍️ লতিফুর রহমান পলাশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন