এই ব্লগটি সন্ধান করুন

শনিবার, ৫ মার্চ, ২০২২

বাস্তবতা




 "বাস্তবতা"


এই জগতে হায়

যে যাহারে চায়,

হয়না সে-তো তার

কে হয়ে যার কার!

কি যে আজব খেলা

কে বুঝে তার লীলা,

বুকে জমে ব্যথা

চোখের জলের কথা,

বুঝেনা-তো কেউ

মনের দুঃখের ঢেউ,

দিন ফুরিয়ে যায়

একলা নিরালায়,

কষ্ট নিয়ে বুকে

অধম মরে ধুঁকে ধুঁকে,

খবর কে তার রাখে

সময়ের ফাঁকে,

ব্যস্ত সবাই রোজ

করে আপন সুখের খোঁজ,

নেইতো সময় কারো

সুখ চায় আরো,

পুরনো প্রেম যত

সুখের কাছে নত,

নেইতো প্রেমের দাম

সবাই খুঁজে নাম,

দৌড়ে নামের পিছে

যখন বুঝবে সব মিছে,

বেলা শেষে তখন

পরবে মনে যখন,

আসবে চোখে জল

হারাবে মনের বল,

তখন একা মনে হবে

পাশে কেউনা আপন রবে,

করবে তখন আফসোস 

আসবে মনে বুঝ,

হবেনা তখন লাভ 

মাফ হবেনা পাপ,

সময় ফুরিয়ে যাবে

পাপের শাস্তি পাবে,

হৃদয় ক্ষরণ হবে

আমৃত্যু একলা পরে রবে।


✍️ লতিফুর রহমান পলাশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন