"শুকতাঁরা"
দূর আকাশে একটা শুকতাঁরা মিটিমিটি জ্বলে,
কোন সঙ্গী নেই তাঁরাটার।
একলা আপন মনে ভেসে বেড়ায়।
কিন্তু কিসের যেন শূন্যতা তার মাঝে।
শুকতাঁরা, সে তো সঙ্গী বিহীন, তাইতো সে শুকতাঁরা।
শূন্যতা তার হৃদয়ে, তাইতো তার পরিপূর্ণ আলো নেই।
শূন্যতা ভরা হৃদয়, তাইতো জ্বলে আর নিভে।
আলো যা ছিলো, হয়তো তা দিয়ে আজ অন্যকোন তাঁরা আলোকিত।
তবুও তাঁরাটা নিশ্চুপ, কোন অভিযোগ নেই কারো প্রতি।
নিরবে হয়তো অশ্রুজলে সিক্ত হয় তাঁরাটি প্রতিনিয়ত।
আবার হয়তো বা একেবারে নিভে যাওয়ার প্রতীক্ষায় জ্বলজ্বল করে।
মাঝে মাঝে মেঘের আড়ালে হারিয়েও যায়,
স্বল্প আলো তাই মেঘ ভেদ করে কারো নজরেও আসতে পারেনা শুকতাঁরাটা।
খুব অসহায় লাগে তাঁরাটা কে।
হয়তো একেবারে জ্বলে উঠুক,
নয়তো একেবারে নিভে যাক।
কেন তার থাকতে হবে এ দুইয়ের মাঝামাঝি।
কোন আলোর অপেক্ষায় হয়তো তাঁরাটা এখনো রয়েছে।
কিন্তু আলো তো কেউ দিবেনা,
সবাই তো নিজেকে আলোকিত করতেই ব্যস্ত।
তাইতো সবাই আলাদা করে রেখেছে শুকতাঁরার অস্তিত্ব।
তাদের দলের বাইরে শুকতাঁরার স্থান।
যদি একটু আলো দিয়ে আলোকিত করতে হয় সেই ভয়ে
দূরত্ব বজায় রেখে চলে বাকি তাঁরারা।
তবুও কোন অভিযোগ নেই তার,
দূরে থেকেই তৃপ্ত সে।
ভালো থাকুক আর আলোকিত থাকুক না হয় তার বিলিয়ে দেওয়া আলোয় বাকি তাঁরা গুলো।
আর নিভি নিভি আলোয় না হয় দূরে থেকেই দেখে যাবে অন্যদের উজ্জ্বল আলো।
শূন্যতা গুলো না হয় নিজের কাছেই লুকিয়ে রাখুক আজীবন।
কষ্টের কোন ভাগিদার নাইবা করলো চলার পথে।
মেঘের আড়ালে হারিয়ে গেলে নাইবা হলো খোজার কোন সঙ্গী।
নিভি নিভি আলো রাঙিয়ে দেওয়ার নাইবা হলো কোন উজ্জ্বল আলো।
অশ্রুজল মুছে দেওয়ার নাই বা হলো কোন প্রতিবিম্ব।
।
শূন্যতা ভরা হৃদয় নিয়ে তবুও বেঁচে থাকুক শুকতাঁরা।
সন্ধার আকাশে এ প্রান্তে আমিই না হয় হলাম তার সঙ্গী।
একই ধারায় বয়ে চলা দুটি জীবন প্রবাহের মিলের সঙ্গী।
দুজন দুজনার সঙ্গী।
✍️ লতিফুর রহমান পলাশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন