"বৃষ্টি"
ওহে রিমঝিম বৃষ্টি
তুমি সৃষ্টিকর্তার অপরূপ এক সৃষ্টি।
ঝিরিঝিরি শব্দে যাও তুমি ঝরে,
মেঘ গুলো জল করো আকাশ শূন্য করে।
প্রকৃতিতে প্রাণের সঞ্চার তোমার ছোয়ায়,
তোমার প্রেমেতে মুগ্ধ তুমি করেছো আমায়।
তোমার রূপ, অপরূপ, মন কেড়ে যায়,
বর্ষাতে জলাধার যেন প্রাণ ফিরে পায়।
আষাঢ় আর শ্রাবণে তোমার প্রভাব,
ঘুচিয়ে দেয় প্রকৃতির যতো জলের অভাব।
✍️ লতিফুর রহমান পলাশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন