এই ব্লগটি সন্ধান করুন

রবিবার, ২৯ মে, ২০২২

জীবন মানেই পরাজয়

 


"জীবন মানেই পরাজয়"


জীবন নিয়ে আজকাল লিখতে ইচ্ছে করেনা।

কারন পৃথিবীর প্রতিটি মানুষ কোনও না কোন ভাবে জীবনের কাছে পরাজিত। 


আপনি কি কখনো এমন কোন মানুষ পেয়েছেন যে তার জীবন নিয়ে পরিপূর্ণ তৃপ্ত? 

আমি কিন্তু ব্যক্তিগত ভাবে পাইনি।


আমার মানুষ সম্পর্কে জানার খুব আগ্রহ। 

আমার জীবনে যত মানুষ দেখেছি, যত মানুষের সাথে পরিচিত হয়েছি তারা কেউ-ই পরিপূর্ণ তৃপ্ত না।

দুয়েক জন যদিও দাবি করে তারা পরিপূর্ণ, 

কিন্তু তাদের জীবনের কোন না কোন পর্যায়ে তারাও অতৃপ্ত। 

কিছু মানুষ আছে তারাতো মনের সাথে চরম পর্যায়ে সংঘর্ষ করেও মানুষের কাছে নিজেকে পরিপূর্ণ প্রমাণ করার চেষ্টা করে। 

একটু খেয়াল করে দেখুন এমন অসংখ্য মানুষ আছে আপনার আশেপাশেই। 


আসলে মানুষের এই জীবনটাই যেন কেমন!

আমার কাছে খুব অদ্ভুত লাগে!

মাঝে মাঝে জীবন নিয়ে প্রচন্ড ভাবে চিন্তা করি,

কিন্তু চিন্তা করে জীবনের কোন অর্থ পাইনা,

কারন মানুষের পুরো জীবনটাই তো একটা চিন্তার কারখানা। 

আপনি যদি এর প্রমাণ চান তাহলে নিজেকে নিয়েই একটু ভাবুন,

ভাবলেই বুঝতে পারবেন পরিষ্কার ভাবে।

যখন একটা মানুষ বুঝতে শিখে ঠিক তখন থেকেই তার জীবনের পরাজয় শুরু হয়।

বুঝার পর থেকে শিক্ষা নিয়ে চিন্তা, 

শিক্ষার পর কর্ম নিয়ে চিন্তা, 

কর্মের পর পরিবার, 

পরিবারের পর মৃত্যুর দিকে ধাবিত হওয়ার চিন্তা, 

পরকালের চিন্তা,  

সব কিছু যেন এক অসহ্যকর বিষয়। 

আবার এর মাঝেও জীবনে ঘটে যায় অনেক কল্পকাহিনি।

আর এসবের মাঝে মানুষ কি পারে তার জীবনকে পরিপূর্ণ তৃপ্তি দিতে।

আমার কাছে মনে হয় পারেনা।

কিছুটা সময়ের জন্য হয়তো মানুষ তৃপ্তি পায়,

কিন্তু সার্বিক ভাবে কেউ-ই পারেনা জীবনকে জয়ী করতে।


দেখবেন মানুষ তার জীবনকে প্রতিষ্ঠিত করতে কতো সংগ্রাম করে, কতো বড় বড় ডিগ্রি অর্জন করে, 

আদৌও কি এর কোন সত্যিকার মূল্য আছে মানুষের জীবনে? 

আমার কাছে নাই। 

শুধু শুধু জীবনকে কষ্ট দেয়া ছাড়া আর কিছুই না এগুলা।


জীবনের সবচেয়ে বড় এবং ভয়ংকর শত্রু কি জানেন?

তা হলো আবেগ,

বেশিভাগ জীবনের পরাজয় এই আবেগের কাছে।

অনেকে বলে তার আবেগ নাই,

আবেগ দিয়ে সে কাজ করেনা,

আবেগের বিরুদ্ধে জোর করে সেই কাজ থেকে দূরে থাকে,

কিন্তু আবেগের বিরুদ্ধে গিয়ে সেই কাজ থেকে দূরে থাকাও তো পরাজয়।

কারন আবেগের বিরুদ্ধে কাজ করেও তো মনে শান্তি পাওয়া যায়না।

পাওয়া যায় কি শান্তি?  

একটু ভেবে দেখুন। 

এই জন্যই আমি বলি জীবন মানে পরাজয়।

ভিন্ন জন্যের ভিন্ন মতাদর্শ থাকতেই পারে।

কিন্তু গভীর ভাবে চিন্তা করলে দেখবেন মনে হবে আসলে পৃথিবীতে না জন্মালেই ভালো হত

না থাকতো দুঃখ, না থাকতো সুখ,

না থাকতো হতাশা আর না থাকতো প্রিয় জিনিস পাওয়ার আকাঙ্খা,

যে আকাঙ্খা নিয়েই চলে যেতে হবে একদিন সব কিছু ছেড়েছুড়ে হারিয়ে।

এরই নাম মানুষের জীবন, 

পরাজিত জীবন। 


এখন ভেবে বলুন আপনারা জীবন কি জয়ী?


✍️ লতিফুর রহমান পলাশ 






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন