এই ব্লগটি সন্ধান করুন

মঙ্গলবার, ৩১ মে, ২০২২

জীবনের মোহ




 "জীবনের মোহ"


জীবনের এই খেলা ঘরে;

কেউ জিতে কেউ হারে,

মিছে মায়ায় ব্যাকুল মনা;

কে বুঝাবে তারে? 


জন্ম মনার শুন্যতে আর;

যাবেও শুন্য হাতে,

সঙ্গের সাথী কেউ হবেনা;

যাবেও না কেউ সাথে। 


দমে দমে জেতার লড়াই;

বাঁধে মনা সুখের ঘর,

যেতে হবে সবই ছেড়ে;

আপন হবে সব পর।


ক্ষণিকের এই মোহ মায়ায়;

কতো উত্থান পতন,

সব হারিয়ে নিঃস্ব মনা,

আবার পায় মানিক রতন।


সুখের তরে সকল মনাই;

ভাসায় যে তার ভেলা,

কেউ হয়ে যায় পার আবার;

কারো ডুবে বেলা।


তবুও মনার চাওয়া পাওয়ার;

নেইতো কোন শেষ, 

বেলা শেষে শূন্য মনা;

ফিরবে আপন দেশ। 


✍️ লতিফুর রহমান পলাশ 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন