এই ব্লগটি সন্ধান করুন

রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১

প্রিয় অপ্রিয়

 




প্রিয় অপ্রিয়,

                    কতদিন হয়ে গেলো বলতে পারো তোমার আমার এই অভিমানের? অভিমানের রেষারেষিতে তুমি অদূরে চলে গেলে সংসার বুঝতে আর আমিও, তোমাকে বুঝতে অজানাতে পা রাখলাম ঈশ্বর খুঁজতে। 


সেদিনের সেই সামান্য অভিমানের রেসারেষি-তে তোমার উৎপাত করা এক অগোছালো সিদ্ধান্তে প্রিয় মুখ না দেখে স্মৃতির সাথে পাঞ্জা লড়ে বেড়ে গেল লক্ষ-কোটি পায়ের দূরত্ব। নিয়মে অনিয়মে পথ পেয়ে গেলে একজোড়া পায়ের বন্ধুত্ব।


আর বুক পকেটের ভারে ঝুলে থাকা আধেকটা বিকেল নিয়ে শ্যাওলা পড়া দেয়ালে দেয়ালে চলে, 

"অপ্রিয়ের সন্ধান চাই!" 


আমি জানি অপ্রিয় না চাইলে কারো সাধ্যি নেই তার সন্ধান দেবে। তোমার সন্ধান না পেয়ে বসন্তের হাটে সুখ গুলো বিলিয়ে দিয়ে দ্বৈরথের কাধে করে এই শহরের অলিতে গলিতে ঈশ্বর কে ডেকে ডেকে ক্লান্ত হয়ে ছায়ার সাথে মিলিয়ে যাওয়া নি:শেষ এর অবশিষ্ট হয়ে বেঁচে আছি আজ।


কতবার বসন্ত উৎসবে শান্তির হাট থেকে তোমার জন্য শখের ছাদে বসে আবেগের টানে কত কি এনেছি মনে আছে অপ্রিয়?

তুমিও ভুলে গেছো, আমিও ভুলে গেছি

কিন্তু পোড়া কপালে বসন্ত ভোলে নি।


সেই যে গেল বার নদীর ধারে গ্রামের মেলায় বটের ছায়ায়, তুমি আমি ছোট ছোট গল্পের বিয়েনী গেথে ছিলাম সেগুলো কি মনে আছে অপ্রিয়?


জানি ভুলে গেছো,হয়ত আমিও ভুলেছি

মেলা এসেছে ঠিকই অথচ আমরা আসি নি।


আসিই বা কি করে বলতে পারো? 

চাইলেই কি আর সব সময় সবার সাথে দেখা করা যায়?

যায় না অপ্রিয়,যেমনটা আমি তুমি পারি না।


আমাদের যতসব ফিনিক দেওয়া স্মৃতিগুলো ভুলতে চেয়েছি, ততগুলোয় তারার সাথে জ্যোৎস্না হয়ে

আমার উঠানে ভিড় জমিয়েছে, এ যেন তুমি আমি

চাইলেই হয়ে যেত তুমি-আমি থেকে আমরা।


তবে একটা বিষয় লক্ষ্য করে দেখলাম প্রিয় মুখ বেশী দিন না দেখলে তার প্রতিচ্ছবি ক্ষয়ে যেতে থাকে শুধু স্মৃতি থাকে। এক সময় তুমিই ছিলে সব আর এখন তোমার স্মৃতিই সব।একটু ব্যবধানে কতখানি পরিবর্তন এসেছে আমাদের মাঝে কখনো ভেবে দেখেছ?


হুট করেই ইচ্ছা অনিচ্ছায় অন্য কারো হয়ে যাবা তাই কি কখনো হয় না হতে পারে বলো?

চাইলেও কিছু পথ থাকে যেখান থেকে ফেরার রাস্তা পাওয়া যায় না বা হয়ত সেখান থেকে ফেরার কোন উপায় থাকে না।


দুম করে ভালবাসি বলে দিলেও তো ভালবাসা হয় না

আসলে কি জানো?

আমরা বুঝতেই পারি না, "ভালবাসা কি?"


তুমি চলে যাবার পরেও তোমার সাজানো আসবাব পত্রে ভরা ভাঙাচোরা ঘরটা বুকের বা'পাশে আজও একই আছে। 

শুধু আজকাল ভালবাসারা খুব সস্তা হয়ে গেছে। কাগজের উপর কেবলই দরাদরি আর সত্যতার ছাপা চলে  অথচ সত্য বলে দেখ বিন্দু মাত্র কিছুই নাই। একটা চিত্র ঝুলে আছে অথচ আমরা আদরে তাকে ছবি বলে সম্ভাষণ করি। 


আমাদের মাঝে বিরাজ হয়ে যাওয়া এই তৃতীয় চোখ বড্ড বেরসিক হয় এরা কেবল দৃষ্টিভঙ্গি বদলে দেয়।


একবার স্মৃতিগুলি নিয়ে তোমার উঠানে মেলে বসো, ভাল করে খুজে দেখো, যে চোখে একদিন আমাকে তোমার করার কোন কারণ পাচ্ছিলে না, আজ সেই চোখেই আমাকে তোমার করার হাজারটা কারণ ভেসে উঠবে।


ভালো থেকো অপ্রিয়। জেনে রেখো, কাছে আসলেই কাছে আসা হয় না, দূরে থেকেও কাছে আসা যায়।

                                                                ইতি

                                                       অপ্রিয়ের অপ্রিয়

মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১

প্রহসন


 

"প্রহসন"


একদিন আমি অনেক বড় হবো

তোমাদের পাশে আর নাহি রবো।


পড়াশোনা করে আমি হবো পুস্তগত শিক্ষিত,

নিজের মতো চলবো, না হবো কারো দীক্ষিত।


আমি স্বাধীন, দরকার নেই ভালোবাসা কারো,

আমার হবে টাকাপয়সা, সোনাদানা আরো।


গাড়ী ঘোড়ায় চলবো আমি, নয় ভাঙা রিক্সায়,

অনেক দামি মানুষ আমি, আমার সাথে কে পায়।


মূল্য নেইকো ভালোবাসার, অহংকার  সবকিছু,

কমদামী আর আবেগীরা নিয়োনা আমার পিছু।


মায়াদয়া জিনিসটা তো নেইকো আমার মাঝে,

সকাল সন্ধা জীবন সাজাই নিজের আপন সাজে।


মরে মরুক যারা আমায় ভালোবেসে যায়,

তাদের দুঃখ কষ্টে আমার নাইবা আসে যায়।


নিজেকে ছাড়া ভাবার মতো সময় আমার নাই,

কারো দুঃখে কখনো আমি দুঃখ নাহি পাই। 


আমার মতো আমি আছি, এইতো ভালই বেশ,

ভালোবাসে যারা আমায়, হয়ে যাক সব শেষ।


স্বার্থপর মানুষ আমি, নিজেকে নিয়েই ভাবি,

কাউকে আমি চিনিনা তো, নিজেই নিজের সবি।


বি:দ্র- এই লেখাটা কোন এক স্বার্থপরের বাস্তব জীবন কাহিনী।

যার কাছে ভালোবাসার কোন মূল্য নেই, আছে শুধু প্রহসন

আর নিজেকে ভালো রাখার তাগিদ।


🖋️ লতিফুর রহমান পলাশ

অভিমান


 

"অভিমান"


অভিমান কি!

কি জানি, জানিনা অভিমান কি,

অভিমান হয়নি কখনো আমার।


শুধু কারো জন্য কষ্ট পেয়েছি,

আর দুচোখ জলে ভাসিয়েছে।

নিরবে থেকেছি একা,

দেইনি বহির্বিশ্বে দেখা।

একেই কি বলে অভিমান?


বুঝিয়েছি মন তোর কেউ নেই,

হারিয়ে গিয়েছে তোর সেই।

তুই থাক তোর মতো,

নিয়ে তোর ব্যথা যতে।

একেই কি বলে অভিমান?


চলে যেতে চেয়েছি বহু দূরে,

শত ডাকলেও আসবোনা ফিরে।

মনের যতো নিরব জ্বালা,

দিয়েছি তাতে বহুবার তালা।

একেই কি বলে অভিমান?


বলেছি ভুলে যাবো,

কারো পথে কাটা না হবো।

চলবো নিজের মতো,

বাধা যতই আসুক সহস্র শতো।

একেই কি বলে অভিমান?


আমি জানিনা অভিমান কারে কয়,

কেউ কষ্ট দিলে বুকে ব্যথা হয়।

নিজেকে ভাবি বড় একা,

ইচ্ছে করেনা কাউকে দিতে দেখা।

একেই কি বলে অভিমান? 


মহাকালে হারিয়ে যেতে চেয়েছি বহুবার,

ফিরবো না এ জগতে ভেবেছি বারবার।

না বলা কথা, বলিনি যতো দুঃখে,

জমিয়ে রেখেছি সব ভাঙাচোরা বুকে।

একেই কি বলে অভিমান?


🖋️ লতিফুর রহমান পলাশ

বৈষম্য


 বৈষম্য---


পুড়ছে দেহ, ছিড়ছে মন,

এভাবে আর কতক্ষণ! 

ছুটছে মানুষ, দুলছে ধরা,

হৃদয় জুড়ে করুণ ক্ষরা।

একটুখানি সুখের আশায়,

জীবন তরী জলে ভাসায়।

কারো কপালে জোটে ভাত,

না খেয়ে কেউ কাটায় রাত।

দুমুঠো আশায় ভাতের,

ত্যাগ করে ঘুম রাতের।

হায়রে স্বাদের দুনিয়াদারি, 

কারো ভালো কারো আহারি।

কারো আছে ভুরি ভুরি,

কেউবা আবার করে চুরি। 

কেউ খায় বসে বসে,

কারো জীবন কলে পিষে। 

কেউ করে উপভোগ, 

কেউবা কেঁদে ভাসায় বুক।

কেউ করে স্বজন ছাড়া, 

কেউবা আবার স্বজন হারা।

বৈষম্য তে জগৎ ভরা,

তাহার লীলা, কি আর করা!

🖋️ লতিফুর রহমান পলাশ

শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১

টাংগাইলে মধুপুরে মাদকাসক্তদের চুরি



টাংগাইলের মধুপুরে মাদকাসক্তদের চুরি

টাংগাইলের মধুপুরের  বর্তমানে মাদকের ভয়াবহ অবস্থা। মাদকাসক্তদের উৎপাতে অতিষ্ঠ মধুপুর বাসি। 
১১/০৯/২০২১ সন্ধ্যায় মধুপুরের টেংরী এলাকা থেকে এক লোকের লেপটপ চুরির সময় হাতেনাতে ধরা পড়ে ৩ মাদকাসক্ত চুর
১। মোঃ আশিক (২৬) পিতাঃ আজগর আলী 
২। মোঃ খোকন (২৮) পিতাঃ গেন্দা মিয়া
৩। মোঃ নাসির (২৮) মাতাঃ বাছিরন 
তিন জনের ঠিকানা মধুপুর পুন্ডুরা (শেওড়াতলা)
৩ জনকেই মধুপুর থানায় সোপর্দ করেছে এলাকাবাসী। 

শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১

প্রেয়সী

 



"প্রেয়সী"

তুমি নীল নয়না নও,

তবুও ঐ চোখের প্রেমে 

আমি হাবুডুবু খাই যুগযুগ ধরে।


তোমার ঐ চিকন ঠোট,

যে ঠোট মারণ বিষে ভরা।

তবুও ঐ ঠোটের স্পর্শে আমার

হৃদয় শিথিল করা।


তুমি নও কোন অপরূপ সুন্দরী,

তবুও ঐ সৌন্দর্য গ্রাসে আমার ভুবন। 

তুমি নও কোন মায়াবতী,

তবুও তোমাতে আটকে আছে আমার জীবন।


তোমার ঐ ছলনার হাসি,

যে হাসিতে আমার লক্ষ কোটি ফাসি।

তবুও আমার নয়ন,

সয়নে স্বপনে খোজে দিবানিশি।


তোমার গলার ঐ বিষে ভরা সুর,

আহা! আমার কানে বাঁজে সুমধুর।

যে সুরের টানে আমি হেটে চলেছি,

মরু, পাহাড়-পর্বত দূর থেকে বহুদূর। 


তোমায় নিয়ে দেয়া হবেনা কখনো,

জীবনের শেষ পথ টুকু পাড়ি।

তাই বলে এই ভেবোনা,

তোমায় বিহীন শূন্য রবে জীবন তরী। 😎✌


🖋️ লতিফুর রহমান পলাশ

পথিক

 



ঘন অন্ধকার, 

চারিদিকে নিগূঢ় নিরবতা।

দূর থেকে ভেসে আসে ডাহুকের ডাক।

মশালের ললাটে আলোয় 

আলোকিত হয়না পুরো আঙিনা।

নির্জন পরিবেশে সব অচেনা।

পথিক হারিয়েছে পথ,

ফিরবে কি কোনদিন নিজ ঠিকানা!

এ অচেনা পথের শেষ কোথায়!

হতাশায় পথিকের মন, 

আপন নীড়ে ফেরার বড় স্বাধ।

ডাহুকের ডাক যেন না 

ফেরার বানী শুনিয়ে যায়।

পথিক ভীত, আতংকিত।

নিজ নীড়ে তার অপেক্ষায় পরিজন।

ঘুম নেই পথিকের চোখের পাতায়।

কতো অপূর্ণ স্বপ্ন তার পূরণ করতে হবে।

হায় হতাশা!

ভোর যেন হতেই দেয়না।

পথিক যে ভোরের অপেক্ষায়।

যদি বেঁচে থাকে, 

ভোর হলে হবে পথিকের নতুন চলা।

ডাকুকের ডাকের সাথে আরও

সঙ্গী হলো ঝিঝি পোকার বিরক্তিকর শব্দ।

মশালের আলোও নিভো নিভো।

পথিক তার অন্তর চোখ খোলার প্রচেষ্টায়।

তীক্ষ্ণ মনোবল, অদম্য চেষ্টা

সাথে পরিজনের মায়া,

সব মিলিয়ে পথিকের ধৈর্য।

পথিক পথ হারিয়েছে,

তাতে কি!

পথিক চলবে তার নিজের তৈরি করা পথে।

যে পথ ধরে পরে চলবে তার হাজারো অনুসারী। 

অদম্য পথিক পথ হারায় না,

পথ হারানোর ভয়ও করেনা।

নিজের পথ তৈরি করাই পথিকের ধর্ম।

মনের যতো ভয়, হতাশা

সব ছুড়ে ফেলতে হবে।

এতেই পথিক তার পথের সন্ধান পাবে।


সত্যিকারের পথিক পথ হারায় না।

🖋️ লতিফুর রহমান পলাশ

বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১

প্রেম বলে কিছু নেই

 


প্রিয়তমা, 

সঁপেছি তোমায় এই প্রাণ,

কতো মরু, পাহাড় আর পর্বত পেরিয়ে,

কাজল চোখে তোমার চোখ রাখবো বলে।


কিন্ত এ কি তোমার চোখে !

এ তো চোখ নয়,

দাবানলে ভরা দুটি আগ্নেয়গিরি।

আমি ভৎস হয়ে যাচ্ছি তার তাপদাহে।


আমিতো পূর্ণতা পেলাম না,

মরীচিকা গ্রাসে আমার সকল প্রণয়,

কেন তবে এ ছলনা!

কেন এই মিথ্যে হৃদয়ের বিনয়।


মস্তিষ্কে হতাশা,

বিশ্বাস গুলো অর্ধমৃত, মৃতপ্রায়।

তাহলে কি প্রেম বলে কিছু নেই জগতে?

না নেই, এই পৃথিবীতে প্রেম বলে কিছু নেই। 😊✌


🖋️ লতিফুর রহমান পলাশ

বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১

যাযাবর

 


আমি যেথায় বাঁধি ঘর

সেথায় হয় ঘূর্ণিঝড়,

কে আপন আর কে পর

সবাই যে এক স্বার্থপর।


বেলা শেষে কালো হাসে

মিছেমিছি ভালোবাসে,

সময়ের স্রোতে ভেসে

আমি যে এক যাযাবর।


🖋️ লতিফুর রহমান পলাশ

দম্ভ

 

আমিতো প্রেমিক ছিলাম না কোনদিন,

ছিলাম এক আতংকের নাম।

যে কুড়েকুড়ে নষ্ট করতো স্বাধীনতা গুলো।


আমিতো নরম সুরে কথা বলিনি কোনদিন, 

ছিলাম এক কর্কশ কণ্ঠি দাঁড়কাক। 

যে আওয়াজে আওয়াজে অতিষ্ঠ করে দিতো জীবনের সুর।


আমিতো ভালোবাসিনি কোনদিন,

ছিলাম এক ভালোবাসা হীন জড়বস্তু। 

যে রাঙাতোনা কোনদিন ভালোবাসার রং।


আমিতো সব মিলিয়ে এক অমানুষ,

ছিলাম শুধু নিজের দম্ভ ও আভিজাত্য নিয়ে।

যে পৃথিবীর সব দুঃখ গুলো দিতে জানে সবাইকে। 


🖋️  লতিফুর রহমান পলাশ

রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১

দাবি




ভালোবাসার দাবি কখনো করবোনা।

বিনিময়ে ভালোবাসাও চাইবোনা কখনো।

আমার ভালোবাসা,

সে তো নিজেই নিজের মতন করে ভালোবাসবো।


অনেক দামি আমার ভালোবাসা।

এ ভালোবাসা তো কেনার সাধ্য নাই তোমার।

কিনতে যে অনেক ভালোবাসা লাগে।

তা তো নেই তোমার মাঝে,

তবুও ভালোবাসবো নিরবে।


মনের ভিতর লুকানো কথা গুলো লুকায়িতই রাখবো।

যখন দম বন্ধ হয়ে আসবে,

তখন নিজের প্রতিচ্ছবিরর কাছে বলবো সেসব কথা।

তবুও কথা গুলো শোনার দাবি করবোনা তোমার কাছে।

আমার কেউ নেই, এটা ভেবেই মন কে শান্তনা দিবো। 


তুমি মুক্ত আকাশের মুক্ত পাখি হয়ে উড়ে বেড়িয়ো।

আমি দূর থেকে লুকিয়ে দেখবো তোমার ডানা মেলা।

আমার খাঁচায় বন্দি করবোনা কখনো তোমার স্বাধীনতা।

যদি কখনো ঝড়ো হাওয়ায় ভেঙে যায় তোমার মুক্ত নীড়,

আমার খাঁচায় আশ্রয় নিয়ো।

ভয় পেয়োনা, খাঁচার দরজাটা বন্ধ করবোনা।

আমার খাঁচার কোন দরজা নেই,

তুমি যখন খুশি যেতে আসতে পারবে।


তোমার ভালো থাকায় দূর থেকেই 

নিজেকে ভালো রাখার চেষ্টা করবো।

এটা কখনো সম্ভব না সেটা অবশ্য ভালোই বুঝি।

যে যতই বলুক, 

প্রিয় মানুষ ভালো থাকলেই ভালো থাকবো সে,

এটা আসলে মিথ্যে শান্তনা ছাড়া আর কিছুনা।


প্রিয় মানুষ যতই ভালো থাকুক,

তাকে দূরে রেখে নিজেকে ভালো রাখা যায়না।

তবুও চাই তুমি ভালো থাকো,

আমি না হয় দূর থেকে নিজেকে মিথ্যে শান্তনা দেওয়া 

ভালো থাকা মানুষ গুলোর মতো করেই ভালো থাকবো। 


🖋️লতিফুর রহমান পলাশ

শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১

কে নিবে তার দায়




একটি হৃদয় খুন হয়েছে,

কে নিবে তার দায়?

ঝলসানো সে হৃদয় পুড়ে, 

আজ ভস্মীভূত ছাই।

একটি হৃদয় মরে পরে রয়,

ভ্রুক্ষেপ নেই কারো,

জলদি করো কাফন দাফন,

একলা একা ছাড়ো।

সর্বনাশা সর্বগ্রাসী ঝড়ে,

দিকবিদিক লণ্ডভণ্ড, 

অনুভূতি সব হাওয়ায় ভাসে, 

আত্মা পরমাণু খন্ড।

বুকফাটা হাসিতে কান্না আসে,

তবু চোখে নেই পানি,

নিজের গড়া সমুদ্রে তার, 

ঠাঁই নেই একটুখানি।

নতুন কোন পথ নেই আর,

হেঁটে সব পথ চেনা,

ক্লান্ত ভীষণ তবুও চলে,

ভাঙে পথের আয়না। 

পঁচে গলে মন আস্তেধীরে, 

অবহেলার ব্যাকটেরিয়ায়,

একটি হৃদয় খুন হয়েছে,

কে নিবে তার দায়?